চট্টগ্রামে করোনা ১৬৬৯ নমুনায় আক্রান্ত ২১৩, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক  :
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। গত সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আরটিআরএল, মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬৬৯ নমুনার মধ্যে করোনা পজিটিভ ২১৩ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৫৬ জন। করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন একজন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডিতে ৭১৬ নমুনার মধ্যে ২২ জন করোনা পজিটিভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৪ নমুনায় ৫৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪৬০ জনে ৪৮ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৯৯ নমুনায় ৯ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১০৩ নমুনায় ২৯ জন, শেভরনে ৭৫ জনে ২৫ জন, আরটিআরএল ল্যাবে ২৮ জনের নমুনায় ১৭ জন, মা ও শিশু হাসপাতালে ২৩ জনে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩ জনের নমুনায় কারো পজিটিভ পাওয়া যায়নি।
উল্লেখ্য, চট্টগ্রামে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা আক্রান্ত ক্রমান্বয়ে বাড়তে থাকে। একসময় তা শতকের নিচে থাকলেও তা ধীরে ধীরে বেড়ে এখন প্রতিদিন ২০০ শতাধিক আক্রান্ত হচ্ছে। কখনো কখনো তা ৩০০ তে গিয়েও পৌঁছে।