চট্টগ্রামে করোনা আক্রান্ত হাজার ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক »

করোনার দ্রুত সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্টে প্রতিদিনই আশংকাজনকহারে বাড়ছে চট্টগ্রামের করোনা সংক্রমণ। সোমবারের সর্বোচ্চ ৮২১ শনাক্তের রেকর্ডের পরদিনই আবারও প্রায় ১ হাজারের কাছাকাছি নতুন রোগী  শনাক্তের রেকর্ড গড়েছে। চট্টগ্রামে করোনায় রেকর্ড পরিমাণ ৯৫৫ জন আক্রান্ত নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ হাজার ৭৮৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে চারজন এবং উপজেলায় ছয়জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৯০ জন।

মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১১ টি ল্যাবে ২ হাজার ৬৪৯ নমুনায় আক্রান্ত হয়েছেন ৯৫৫ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৬৩৬ জন এবং উপজেলায় ৩১৯ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৫১ হাজার ২৯৭ জন এবং উপজেলায় ১৫ হাজার ৪৮৭ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ হাজার ৭৮৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে চারজন এবং উপজেলায় ছয়জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে নগরীরে ৫০৪ জন এবং উপজেলায় ২৮৬ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৯০ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৮ নমুনার মধ্যে ২১০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ নমুনায় ৬৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪০০ নমুনায় ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২৯ নমুনায় ৮২ জন,   এন্টিজেন টেস্টে ৬৫৪ নমুনায় ২৩৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৫১ নমুনায় ৬৮ জন, শেভরণে ১৯৭ নমুনায় ৪৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ নমুনায় ৩১ জন, আরটিআরএল ল্যাবে ৪২ নমুনায় ২৫ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০২ নমুনায় ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে নমুনাটিতে করোনার অস্তিত্ব মেলেনি।