চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৫৮

শনাক্তের হার ১৬.৮৯%

নিজস্ব প্রতিবেদক»
চট্টগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ১৯০ জন। এছাড়া করোনায় এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৬৪৫ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সোমবার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে ৯৩৫ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৬.৮৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১০৬ জন এবং উপজেলায় ৫২ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪৩ হাজার ৬৩১ জন এবং উপজেলায় ১১ হাজার ৫৫৯ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ১৯০ জন। এছাড়া করোনায় নগরীরে ৪৫৩ জন এবং উপজেলায় ১৯২ জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৬৪৫ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৪৬ নমুনার মধ্যে ১১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৯ নমুনায় ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৭ নমুনায় ২৪ জন, ইমপেরিয়ালে ৭৯ নমুনায় ১৩ জন, শেভরনে ১২৬ নমুনায় ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৮ নমুনায় ৯ জন , আরটিআরএল ল্যাবে ২৫ নমুনায় ৯ জন, এপিক হেলক কেয়ারে ২৫ নমুনায় ৬ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ নমুনায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।