করোনায় চট্টগ্রামে একদিনেই ১৮ মৃত্যু, দেশে শনাক্ত লাখ ছাড়িয়েছে

করোনায় মৃত ব্যক্তিদের দাফনে যথেষ্ঠ সতর্কতা অবলম্বন করতে হয়

সুপ্রভাত ডেস্ক:

বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮০৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়ালো। বর্তমানে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনে। এছাড়া এ সময়ের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এর চট্টগ্রামে একদিনেই ১৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে মহাপরিচালক আবুল কালামআজাদ বক্তব্য দেন। তিনি দীর্ঘদিন পর নিয়মিত এই ব্রিফিংয়ে এসে যোগ দিলেন। তিনি জানান তিনি নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

দেশে মোট ৬১টি পিসিআর ল্যাবের মধ্যে মোট ৫৯টি ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফল উল্লেখ করতে গিয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। এ নিয়ে এযাবত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টিতে।