গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে

পুলিশ কমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

বিজিএমইএ’র নব-নির্বাচিত প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ গতকাল বেলা ১২ টায় পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে দামপাড়া পুলিশ লাইনস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাকশিল্প বিশ্ব মহামারি করোনার কারণে চরম প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে এ শিল্প এখনও টিকে আছে। তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-এর প্রাক্কালে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অনুকূল থাকে সে’ব্যাপারে পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, পোশাকশিল্পে বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহলের ইন্দনে বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে থাকে। তিনি এ’ব্যাপারে পুলিশ কমিশনারকে আইনানুগ ভূমিকা রাখার আহ্বান জানান। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিজিএমইএ’র নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে তৈরী পোশাকশিল্পে বিরাজমান শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রামে যাতে শ্রম অসন্তোষ না ঘটে সে’ব্যাপারে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিএমপি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
সৌজন্য সাক্ষাৎকালে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক এমডি.এম মহিউদ্দিন চৌধুরী, মো. হাসান (জেকি), প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্ল্যাহ, নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মুসা, মহানগর পুলিশের পক্ষ হতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) সানা শামিমুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক, প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ এবং সিএমপি ও বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি