‘কোনো বিশেষ লক্ষ্য বা টার্গেট নেই’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

তিনি কখনই কোনো বিশেষ লক্ষ্য বা টার্গেট সামনে রেখে খেলেন না। কোন কৃতিত্ব তাকে আবেগতাড়িত করতে পারে না। প্রাপ্তি-অর্জনে যেমন পুলকিত হন না, তেমনি শত ব্যর্থতা-পরাজয়ও তাকে টলাতে পারে না। সাকিব আল হাসান এক অন্যরকম মানুষ। কিন্তু ভক্ত ও সমর্থকদের খুব জানার ইচ্ছে, সাকিব ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান? কোনো বিশেষ লক্ষ্য বা টার্গেট সামনে রেখে আগাতে চান ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার? আগামী দিনে তার লক্ষ্য ও পরিকল্পনাইবা কী? ব্যাটিং-বোলিংয়ের কোনো শাখায় বিশেষ কোনো অর্জনের তাড়া আছে কি? সাকিব বরাবরের মতোই বললেন, কোনো বিশেষ লক্ষ্য বা টার্গেট নেই তার। সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে গতকাল তার লক্ষ্যের কথা জানতে চাইলে সাকিবের ভাবলেশহীন জবাব, ‘লক্ষ্য আসলে কী, জানি না।’
বিশেষ কোনো মাইলফলক স্পর্শ করার চেয়ে দলের হয়ে ভালো খেলতে এবং দলের জন্য অবদান রাখতেই বেশি উৎসাহী সাকিব। তাই মুখে এমন কথা, ‘বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি, তখন পরের পরিকল্পনা করতে পারব।’
কোন টার্গেট সামনে রেখে না আগালেও মানছেন, ‘যেকোনো রেকর্ডই অনুপ্রেরণা দেয়। নিজের কাছে অবশ্যই ভালো লাগে। ভালো করার প্রেরণা কাজ করে।’ সঙ্গে যোগ করেন, ‘দিনশেষে কতটা ভালো হয়েছে, অবসর নেওয়ার পর বোঝা যাবে। আমি সবসময় দলের জন্য অবদান রাখতে চাই। যেহেতু দুইটা সাইড (ব্যাটিং-বোলিং), দুই সাইডেই অবদান রাখতে পেরেছি দেশের হয়ে এটাই ভালো লাগে।’