কাজু বাদাম-কফি চাষ বাড়াতে ২১১ কোটি টাকার প্রকল্প

বান্দরবানে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান »
শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারাদেশের যেসব অঞ্চলে কাজুবাদাম এবং কফির চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে চাষাবাদ হচ্ছে না সেসব এলাকা সেগুলো কাজুবাদাম ও কফি চাষের আওতায় আনা হবে। কাজুবাদাম, কফি উন্নয়ন গবেষণা ও সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে ২১১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রুমা উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মিত মুনলাই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাজু বাদাম ও কফি বাগান কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এসময় তিনি আরো বলেন বলেন, পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম, কফির পাশাপাশি আম, আনারস, ড্রাগনসহ অন্যান্য ফলফলাদি চাষের সম্ভাবনা প্রচুর। তাই উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের কাছে ব্যাপকভাবে এই চাষ বাড়াতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজিসহ সরকারি বেসরকারি দপ্তরের উর্ধŸতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী রুমার অনুষ্ঠান শেষে থানচি উপজেলায় কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি বাতিল হয়।