কলম্বো পৌঁছেছেন তানজিম সাকিব, এবাদত ইংল্যান্ডে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

এবাদত হোসেন চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় ডাকা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। তবে সাকিবের যেহেতু টিকিট কাটা ছিল না, তাই দলের সঙ্গে তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি। গতকাল (সোমবার) একাই কলম্বোতে পৌঁছেছেন সাকিব। সেখান থেকে পাল্লেকেলে যাবেন। এদিকে বিশ্বকাপের আগে সুস্থ এবাদতকে পেতে মরিয়া বিসিবি। তাই এ পেস বোলারের হাঁটুর চিকিৎসার জন্য আগে থেকেই তাকে বাইরে পাঠানোর চিন্তা-ভাবনা চলছিল। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দু’দিন আগে জাগো নিউজকে জানিয়েছিলেন, ‘এবাদতকে বাইরে পাঠানোর চেষ্টা চলছে। একাধিক দেশে কথা হচ্ছে। এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোববার বিকেলে জানা যায়, এবাদতের ইংল্যান্ডে যাওয়ার বন্দোবস্ত হয়েছে। বিদেশে ডাক্তারের সাথে কথাবার্তা হয়েছে। কবে কোথায় কোন চিকিৎসক এবাদতকে দেখবেন, সেটাও চূড়ান্ত হয়েছে।
চিকিৎসা নিতে গতকাল ইংল্যান্ডে পৌঁছেছেন এবাদত। দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, আজ ২৯ আগস্ট মঙ্গলবার ইংল্যান্ড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবাদতের। খবর জাগোনিউজ’র