করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন কালীপদ দেব (৬০) মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আবদুর রব।
তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপদ দেব (৬০) নামের এক ব্যক্তি ভর্তি হন। তিনি আগে থেকে হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
জানা যায়, কালীপদ দেব নগরের কোতোয়ালী থানাধীন বলুয়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা। জেনারেল হাসপাতালে তার মৃত্যুর পর তাকে স্বাস্থ্যবিধি মেনে উত্তর কাট্টলীর সনদ দত্ত মহাশ্মশানে দাহ করা হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়য়ী, এ পর্যন্ত ৮৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সর্বশেষ প্রকাশিত তথ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৯ জন।