করোনা উপসর্গে মারা গেলেন সিডিএ’র নগর পরিকল্পনাবিদ সারোয়ার

নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ। বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোটো ভাই রায়হান।
এর আগে মঙ্গলবার সকালে সুপ্রভাতের প্রতিবেদককে সারোয়ার উদ্দিন আহমেদ বলেছিলেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে, কোথাও তো সিট খালি পাচ্ছি না। তবে ম্যাক্সে এসেছি দেখি কী হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাস কষ্ট বেশি হওয়ায় ম্যাক্স কর্তৃপক্ষ তাকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন এবং সেখানে আইসিইউতে ভর্তি হন। ভর্তির পর বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। উনার লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হবে।
উল্লেখ্য, সারোয়ার উদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। তিনি দীর্ঘ চাকরিজীবনে সিডিএতে কাজ করেন। মধ্যবর্তী কয়েকবছরের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে বদলি হয়েছিলেন।