ইমামের সেঞ্চুরিতে পাকিস্তানের দিন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়ার। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সফরকারীদের বোলাররা মাত্র ১ উইকেট ফেলতে পেরেছেন।
অন্যদিকে ইমাম-উল-হকের ’প্রথম’ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ছুটছে স্বাগতিকরা। খবর বাংলানিউজের
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে গতকাল শুক্রবার টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। দিন শেষে বাবরবাহিনী মাত্র ১ উইকেট হারিয়ে তুলেছে ২৪৫ রান। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম মিলে তুলে ফেলেন ১০৫ রান। ব্যক্তিগত ৪৪ রানে শফিক অজি স্পিনার নাথান লায়নের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ তুলে দিলে ভাঙে এই জুটি। এরপর আজহার আলীকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন ইমাম। সেই সঙ্গে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইনিংস উদ্বোধন করতে নেমে সারা দিন ব্যাট করে ১৩২ রানে অপরাজিত থাকেন ইমাম। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১৪টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজহার। ১৬৫ বলের মোকাবিলায় ইনিংসটি সাজাতে তিনি খেলেছেন ৪টি চার ও ১টি ছক্কা।