‘আয় খুকু আয়’ শেষে রায়না…

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়’ রিমেক করে ভালোই নজরে আসেন রায়না। এবার আর রিমেক বা যৌথ নয়, একা হাঁটার পালা। প্রকাশ করলেন নিজের প্রথম মৌলিক গান।
রায়না তার শুরুটা বেছে নিয়েছেন মাদক ও আত্মহত্যার বিরুদ্ধে গান বেঁধে। নাম ‘খাঁচায় বাঁচা’। প্রকাশ হলো ৯ ডিসেম্বর গানচিল মিউজিকের ব্যানারে। রিয়াজ আহাম্মেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাহেদ রহমান। নির্মিত হয়েছে ভিডিও, যাতে ঠোঁট মিলিয়েছেন রায়না নিজেই।
রায়না বলেন, ‘মাদক সেবন, আত্মহত্যা বা হতাশায় কোনও সমাধান আসে না, এসো নিজেকে ভালোবাসি- এটাই হলো গানটির মূল বক্তব্য। গানটির মাধ্যমে আমি আমার বন্ধুদের প্রতি আহ্বান জানাই- দ্যুতিময় জীবনটাকে গুছিয়ে চলো, নষ্ট করো না।’
গানটি প্রসঙ্গে আরেকটু সবিস্তার বলেন রিয়াজ আহাম্মেদ, ‘এটি একটি বক্তব্যমূলক গান। মূলত আমাদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানেরা সামাজিক ও পারিবারিক বিভিন্ন টানাপড়েনে দৃশ্যমান এবং অদৃশ্যভাবে খাঁচায় বন্দি। যা তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলছে প্রতিনিয়ত। ড্রাগ-আত্মহননের মতো কঠিন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে অবলীলায়। পরিবার হারাচ্ছে প্রিয় সন্তান আর দেশ হারাচ্ছে মেধা। গানটির মাধ্যমে এই বার্তাটি পৌঁছাতে চেয়েছি মাত্র।’