আরো এক বছর এসি মিলানে থাকবেন ইব্রা

MILAN, ITALY - JULY 15: Zlatan Ibrahimovic of AC Milan reacts during the Serie A match between AC Milan and Parma Calcio at Stadio Giuseppe Meazza on July 15, 2020 in Milan, Italy. (Photo by Claudio Villa/Getty Images)

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন সিরি আ লিগের ‘বেঞ্জামিন বাটন’ জ্বালাটান ইব্রাহিমোভিচ। নতুন এই চুক্তির মধ্যেই বয়স ৪০ বছর পার করে দেবেন সুইডিশ এই আন্তর্জাতিক তারকা।
আগামী অক্টোবরে ৪০ বছরে পা রাখবেন ইব্রা। তিনিই এসি মিলানকে শিরোপার দৌঁড়ে পৌঁছে দেয়ার আসল কারিগর। গত জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দিয়েই অনুপ্রোণিত করেছেন তাদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরি আ লিগের এই ক্লাবটি জানায়, ‘এসি মিলান এমন একটি ক্লাব, যেখানে ইতালীতে থাকাকালিন বেশিরভাগ সময় কাটিয়েছেন ইব্রা। রোজনারিদের হয়ে ১৩০টি ম্যাচে অংশ নিয়ে তিনি গোল করেছেন ৮৪টি। আগামী মৌসুম পর্যন্ত ক্লাবের লাল কালো জার্সিতেই কাটাবেন তিনি।’
এর আগে ২০১১ সালে ক্লাবটিকে সিরি আ লিগের শিরোপা পাইয়ে দিয়েছিলেন ইব্রা। নতুন করে ক্লাবটিতে প্রত্যাবর্তন করে অন্তত ২০১৪ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই সুইডিশ তারকা।
মিলান টিভিকে ইব্রা বলেন, আমি খুব খুশি। এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। আরো এক বছর আমি এখানে কাটাব। এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি সব সময় বলে থাকি যে মিলানে খেলাটা আমার নিজ বাড়িতে খেলার মত। ক্লাবটির আমাকে অনুভব করার ধরনটি আমি ভালবাসি। সেই সঙ্গে ভালবাসি এখানে কাজ করা কোচ, সতীর্থ এবং স্টেডিয়াম ও সমর্থকদের। এটি আমার বাড়ীর মত। পারলে গোটা জীবন আমি এখানে কাটিয়ে দিতে চাই।
১৯৯৯ সালে মালমোতে অংশগ্রহন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ইব্রা। এরপর তিনি খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, মিলানের দুই ক্লাব, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার ইউনাইটেডে।
সাধারণত গোল রক্ষক বা ডিফেন্ডাররা দীর্ঘ সময় ধরে এমন ক্যারিয়ার ধরে রাখতে পারেন। কিন্তু আক্রমনভাগে এত দীর্ঘ বয়স যাবৎ খেলা চালিয়ে যাওয়া সত্যিকার অর্থেই বিরল। খবর : ডেইলিবাংলাদেশ’র।