আবারও হেফাজতের আমির বাবুনগরী

জেলে যাওয়াদের বাদ দিয়ে নতুন কমিটি

কমিটিতে শফিপুত্র ইউসুফ মাদানী সহকারী মহাসচিব

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী  >>
নানান কারণে বিতর্কিত হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন মামলায় আটক নেতাদের বাদ দিয়েই কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ৩৩ সদস্যের এই কমিটিতে আমির হিসেবে আছেন দারুল উলুম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও হেফাজতের প্রতিষ্ঠাকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সাবেক মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। মাওলানা নুরুল ইসলাম জেহাদী এই কমিটি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবেন। জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে অরাজনৈতিক ব্যক্তি হতে হবে। এ কমিটিতে স্থান পেয়েছেন মরহুম আল্লামা শাহ আহমদ শফির বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।
৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি
আমির: আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক, মোমেন শাহী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, হযরত মাওলানা ইয়াহইয়া, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুফতি জসিমুদ্দীন।
মহাসচিব: মাওলানা হাফেজ নূরুল ইসলাম, যুগ্ম মহাসচিব: মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা আইয়ুব বাবুনগরী।
সহকারী মহাসচিব: মাও. জহুরুল ইসলাম, মাওলানা ইউসুফ মাদানী (সাহেবজাদা, আল্লামা শাহ আহমদ শফি)।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা মীর ইদ্রিস, অর্থ সম্পাদক: মুফতি মুহাম্মদ আলী, সহ অর্থ সম্পাদক: মুফতি হাবিবুর রহমান কাসেমী, প্রচার সম্পাদক: মাওলানা মুহিউদ্দীন রব্বানী, সহ প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দীন। দাওয়াবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, সহকারী দাওয়াবিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফরুক।
সদস্যবৃন্দ: মাওলানা মোবারাকুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আনাস, মাওলানা মাহমুদল হাসান, মাওলানা মাহমুদুল আলম।
উপদেষ্টা কমিটি
প্রধান উপদেষ্টা মাও মুহিব্বুল্লাহ বাবুনগরী, উপদেষ্টা: মুফতি আব্দুস সালাম, মাওলানা সুলতান যওক নদভী, মাওলানা আব্দুল হালীম বোখারী, মাওলানা নুরুল ইসলাম আদীব, মাওলানা আব্দুল মালেক হালীম, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা নূরুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা জালাল আহমাদ, মাও. আশেক এলাহী, মাও. হাবিবুল্লাহ বাবুনগরী, মাও. আব্দুর বাছীর, মাও. আফজালুর রহমান ।
এছাড়া ৯ সদস্যের কেন্দ্রীয় খাস কমিটি গঠন করা হয়।
খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হয়। এ কমিটিই হেফাজতের মূল পরিকল্পনাকারী। তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এ মজলিসে শুরা।