আনোয়ারায় চোরায় মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযান

পুড়িয়ে দিলো আড়াই লাখ টাকার জাল

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা:

আনোয়ারায় সৈকত চরে করোনা পরিস্থিতি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেও সমুদ্র থেকে মাছ ও কাঁকড়া শিকার করায় অপরাধে ৫ টি নিষিদ্ধ বেহুন্দি ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ-পুলিশ।

রোববার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠার মাঝির ঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের নেতৃত্বে বাংলাদেশ নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২৪ হাজার বর্গ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে বার আউলিয়া পুলিশ ফাঁড়ির উপ সহকারী পুলিশ পরির্দশক এসআই মোহাম্মদ আসাদ উল্লাহ্‌, মৎস্য কর্মকতা এফ.এ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক উপসি’ত ছিলেন।

আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, সরকারিভাবে কঠোর নির্দেশনা রয়েছে এসময়ে সাগরে মাছ বা কাঁকড়া শিকার না করার। যারা গোপনে মাছ ধরছেন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাল গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।