আওয়ামী লীগের দুঃসময়ের কা-ারী ছিলেন ইনামুল হক দানু

মৃত্যুবার্ষিকী পালন

মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
মহানগর আওয়ামী লীগ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কাজী ইনামুল হক দানু মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা।
২২ সেপ্টেম্বর বুধবার বায়তুস সালাত জামে মসজিদে কাজী ইনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, আবু তাহের, আবদুল আহাদ, শহীদুল আলম, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের আনসারুল হক, হাজী মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবুল হাশেম বাবুল, শামসুল আলম, আতিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, মিথুন বড়–য়া, জানে আলম, মো: ইয়াকুব, আবুল বশর, আমিনুল হক রঞ্জু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, নুরুল আলম, আবদুর রহিম, আলী নেওয়াজ প্রমুখ।
এর আগে সকালে মরহুমের কবরস্থ বাইতুস সালাত জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইলিয়াছ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ
বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী এনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম জাফরুলাহ চৌধুরী, প্রচার সম্পাদক মাবুদ সওদাগর, আওয়ামী লীগ নেতা বজল আহমেদ, নটরাজ গুপ্ত, শের আলী,মোহাম্মদ হারুন, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, সঞ্জয় দত্ত, উত্তম দাস, মোহাম্মদ সিরাজ, রানা শীলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
চকবাজার আওয়ামী লীগ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনসারুল হক, চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল হক চৌধুরী, শেখ হারুনুর রশীদ, যুগ্ম -সাধারণ সম্পাদক আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, মোহাম্মদ নাজিম উদ্দিন, এস এম আবুল কালাম আজাদ, অমর কান্তি দত্ত, রতন ভট্টাচার্য, একেএম আনিসুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল, নাজমুল হক বাচ্চু, নারায়ণ চন্দ্র দাস, আলী নেওয়াজ খান পারভেজ প্রমুখ।
এমইএস কলেজ ছাত্রলীগ
জননেতা কাজী ইনামুল হক দানু ৮ম মৃত্যুবার্ষিকীতে ওমরগনি এম ই এস কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গতকাল নগরীর চকবাজারের মেডিকেল স্টাফ কোয়ার্টার মসজিদে সমাধিতে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ জেয়ারত ও বিশেষ মোনাজাত করার পর পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, সাইদুর রহমান সাকিল, জাহেদুল ইসলাম ইরাক, ইমাম উদ্দিন নয়ন, নূর নবী সাহেদ, ইমরান হোসেন, রবিউল ইসলাম খুকু, আব্দুল আল আহাদ, আজিজুর রহমান, আবু সাইদ মুন্না, আরওয়াজ ভূয়া রনক, সালাউদ্দিন কাদের আরজু, সোহেল তালুকদার, ইউছুপ আলী বিপ্লব, স্বরনেন্দু বিকাশ ধর, আবুল হাসনাত ইফাত, মিনজাহুল আলম আদনান, শ্রাবণ বড়ুয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি