আউট দেওয়ায় রেগে স্ট্যাম্প ভাঙলেন ভারত অধিনায়ক

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

নাহিদা আক্তারের ঘূর্ণিতে সুইপ করতে চেয়েছিলেন ভারত অধিনায়ক হারমনপ্রীত কাউর। টাইমিং মিস করেন তিনি, বল গ্লাভস-প্যাডে লেগে চলে যায় স্লিপে। ক্যাচ ধরেন ফাহিমা খাতুন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার তানভীর আহমেদ। আউটের সিদ্ধান্তে ক্ষেপে যান হারমনপ্রীত। ব্যাট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন স্ট্যাম্প। আম্পায়ারের দিকে লক্ষ্য করে উতপ্ত প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। হেলমেট-ব্যাট হাতে নিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথেও তাকে বেশ ক্ষিপ্ত দেখাচ্ছিল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডের ৩৪তম ওভারে এই ঘটনা ঘটে। তখন রান তাড়া করতে নেমে ১৬০ রানে ব্যাট করছিল ভারত।
হারমনপ্রীত ২১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। হারমনপ্রীত ফিরলেও অপরপ্রান্তে আছেন হারলিন দেওল। তিনি ফিফটি করে অপরাজিত আছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমিমা রদ্রিগেজ। খবর রাইজিংবিডি.কম’র