অতিরিক্ত দামে মাংস বিক্রয় করায় মামলা

অতিরিক্ত দামে মাংস বিক্রয় করায় জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :
করোনার প্রভাব ঠেকাতে নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাচঁলাইশ, চান্দগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওই সব এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ নিয়ে চালানো প্রশাসনের পৃথক অভিযানে সদরঘাট এলাকার আল্লাহর দান স্টোরকে সামাজিক দূরত্ব না মানায় ৩ হাজার, এম ফারুক স্টোরকে ২ হাজার, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করায় ৩ হাজার টাকাসহ মোট ৮ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সুপ্রভাতকে বলেন, নগরীর সদরঘাট এলাকায় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানা ও বেশি দামে মাংস বিক্রয় করায় ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর সুপ্রভাতকে বলেন, খুলশী ও পাচলাইশ এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের দোকানে সামাজিক দূরত্ব না মানায় ৫ মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।