চকরিয়ায় কৃষকলীগের সম্মেলনে এমপি জাফর
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকদের ভাগ্যউন্নয়নে কাজ করছেন। সরকার কৃষকের ঘরে সার পৌঁছে দিচ্ছে। কৃষকদেরকে বিভিন্নধরণের প্রনোদনা দিচ্ছে। সর্বপুরি কৃষক ও কৃষিখাতের অগ্রগতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার।তিনি শুক্রবার রাতে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি জাফর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মী অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। দলের প্রয়োজনে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কৃষকলীগের নেতাকর্মী সবাই সকল ধরনের ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। তিনি বলে, সরকারের এই উন্নয়ন অগ্রগতির সুফল জনগনের কাছে দলের নেতাকর্মী সবাইকে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পাশাপাশি কৃষকলীগের নেতাকর্মীদের সরকারের এই ভিশন বাস্তবায়নে সারথী হয়ে প্রতিটি জনপদে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠিত কৃষকলীগের সম্মেলনে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, আমিনুল হক বিএসসি, মুজিবুর রহমান, ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আবু সওদাগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন। এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগ, কৃষকলীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।