হাটহাজারীতে প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিসত্মার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারায় বন্ধ রাখা হয়েছে সব ধরণের ব্যবসা প্রতিষ্টান।
বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল ক্রসিং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬টি কাপড়ের দোকানে তালা লাগিয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রম্নহুল আমিন। তবে অভিযানের সময় জরিমানা অথবা কাউকে আটক করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন সুপ্রভাতকে বলেন, করোনার প্রভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অনেক দোকান ও মার্কেট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তারপরও কিছু কাপড়ের দোকান সামনে তালা দিয়ে ভেতরে বেচাকেনা করছে। খবর পেয়ে ৬টি কাপড়ের দোকানে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।