Blog Page 2742

বান্দরবানে ১৭তম বোমাং রানির শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে ১৭তম বোমাং রানির শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠান-সুপ্রভাত

সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানের বোমাং সার্কেল চীফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু এর সহধর্মিনী রাণী মা ওয়াং প্রু এর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকালে শেষকৃত্যানুষ্ঠান শেষে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। এসময় রানিকে শেষ শ্রদ্ধা জানাতে ম্মশানে উপসি’ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বান্দরবান সেনা রিজিয়নের জোন কমান্ডার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মার্মা আঞ্চলিক পরিষদের সদস্য ক্য এস মং সহ রাজপরিবারের সকল সদস্যসহ বান্দরবানের বিভিন্ন সত্মরের জনগণ। এতিহ্য পরম্পরায় ধর্মীয় রীতি অনুযায়ী তরুণ তরুণীরা নৃত্য পরিবেশন এর মাধ্যমে সম্মান জানিয়ে কেন্দ্রীয় শ্মশানে রাণীর মরদেহ সৎকার করা হয়।

গত ১০ মে রাতে নিজ বাসভবনে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন ১৭তম বোমাং রাজার স্ত্রী রাণী মাওয়াং প্রু। মৃত্যুকালে তিনি দুই সনত্মানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ জহিরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক প্রাদেশিক গভর্নর  অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম মৃত্যুবরণ  করেছেন।  সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামে থাকা বড় ছেলে জাহেদুল ইসলামের বাসবভনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ তিনি গুরুতর অসুস’ হয়ে পড়লেও তাকে চট্টগ্রামের সিএইচসিআর হাসপাতালে নেয়া হয়। কিন’ সেখানে পৌঁছার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলার বর্ষীয়ান এই রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম চকরিয়া- পেকুয়া থেকে নির্বাচন করে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও শেষ জীবনে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের প্রতিষ্ঠাকালীন প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

অ্যাভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য রাশেদুল ইসলামের বাবা ও  কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের আপন চাচা। এছাড়াও তার আপন বড় ভাই কক্সবাজারের প্রথম দৈনিক কক্সবাজার এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুল ইসলাম।

 

কক্সবাজারে রোহিঙ্গাসহ ১৮ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে এক রোহিঙ্গাসহ ১৮৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া চকরিয়া উপজেলার ৩ জন এবং রামু উপজেলায় ১ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬৬ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন ।

এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০৪ জন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক  ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫৮ জন, পেকুয়া উপজেলায় ২৫ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ২৮ জন, টেকনাফ উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৬ জন।

এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুলস্নাহ এর স্ত্রী। এই পর্যন্ত মোট ৩৬ জন করোনা রোগী সুস’ হয়ে বাড়ি ফিরেছেন।

কক্সবাজারে কায়সার হত্যা মামলার চার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার  মো. কায়সার (২৪) নামে এক যুবককে জবাই করে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় আসামিদের কাছ থেকে অবৈধ অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, রাম দা ও কিরিচ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ১১ মে সকালে পুলিশ খুরুশকুলের পূর্ব ডেইল গোলক সওদাগরের ঘোনা এলাকার ধানখেত থেকে একই এলাকার আবু তৈয়বের ছেলে কায়সারের জবাইকৃত মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ মে) মধ্য রাত প্রায় ১ টায় পিএমখালী ইউনিয়নের ৩ নম্বও ওয়ার্ড থেকে চারজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন  ফারুক (২২), মুজিবুল করিম (২২), শাহজাহান (২৭) ও আব্দুল করিম (২৫)। ৪ জনের মধ্যে ২ জন স্বেচ্ছায় আদালতে অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক সুজন বলেন, কায়সারকে জবাই করে হত্যার পর তার বাবা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, হত্যার সাথে জড়িত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

প্রবেশপথে নামেই কড়াকড়ি!

সরেজমিন: নতুনপাড়া পুলিশ চেকপোস্ট

মোহাম্মদ রফিক
নগরের প্রবেশ পথগুলোয় রোববার সন্ধ্যা থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি সেখানে দায়িত্ব পালন করছে সংশ্লিষ্ট থানার পুলিশও। ঈদকে সামনে রেখে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর থেকে লোকজন যাতে নগরে ঢুকতে ও বেরুতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নগর ট্রাফিক বিভাগ (উত্তর) এর উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।
কিন্তুসোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের অন্যতম প্রবেশপথ নতুনপাড়া সেতুর চেকপোস্টে অবস্থান করে পুলিশের কড়াকড়ি নজরদারির চিত্র দেখা যায়নি। অনেকটা বিনা বাধায় বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে লোকজন পরিবার নিয়ে শহরে ঢুকতে ও বেরুতে দেখা যায়। এসময় ওই চেকপোস্টে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশের এএসআই পিন্টু, এসআই মিরাজ এবং বায়েজিদ বোস্তামী থানার এসআই হেলালসহ চার-পাঁচজন কনস্টেবল।
দেখা গেছে, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাস্তার এক পাশে একটি টুল ও কিছু চেয়ার নিয়ে তারা বসে থাকেন। এক ঘণ্টার ব্যবধানে পরিবার নিয়ে অন্তত ৩০টি প্রাইভেটকার, জিপ, স্টেশন ওয়াগন ও মাইক্রোবাস এবং সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি শহর থেকে বিনা বাধায় বেরিয়ে যায়।
এসময় দেখা গেছে, চট্টমেট্রো-১১-৩৪৮৭, চট্টমেট্রো ১১-২০৭৮ নম্বরের জিপ গাড়ি, চট্টমেট্রো১২-০৪৭০ নম্বরের প্রাইভেট কার, ১৩-০৫৪৭ নম্বরের কালো প্রাইভেট কার, চট্টমেট্রো ১৩-৭৫৭৬ নম্বরের স্টেশন ওয়াগন গাড়ি, চট্টমেট্রো-চ-৫১-২৭২৭ নম্বরের মাইক্রবাস, কালো স্টিকার যুক্ত চট্টমেট্রো গ-১১-৪৫৪৮ প্রাইভেট কার শহর থেকে বেরিয়ে গেছে।
বেলা ১১টা ১০ মিনিটে চেকপোস্টে আসেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার। ওসি আসার সাথে সাথে দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্য বসা অবস্থা থেকে উঠে যান। দুইজন কনস্টেবল এবার ছুটে যান রাস্তায়। তারা রাস্তায় আড়াআড়ি করে রাখা ব্যারিয়ার গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সংকুচিত করে দেন।
জানতে চাইলে বায়েজিদ থানার এসআই হেলাল দাবি করেন, সকাল থেকে দায়িত্ব পালন করছি। পরিবার-পরিজন নিয়ে কিংবা কোন ব্যক্তিকে বিনা প্রয়োজনে শহরে ঢুকতে বা বেরুতে দেওয়া হচ্ছে না। একই কথা বলেন ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ সাজেন্ট মিরাজ। তাদের দাবি, দায়িত্ব পালনে কোন গাফিলতি হচ্ছে না।
রোববার নগরে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে বিজ্ঞপ্তি দেয় সিএমপি। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে ১৭ মে সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরের সব প্রবেশপথে ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জরুরি সেবা ও রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
দেড় মাস আগেও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল সিএমপি। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান কার্যকারিতা ছিল না। ফলে নগরে অবাধে মানুষ ঢুকেছেন এবং বের হয়েছেন।
জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘রোববার সন্ধ্যা থেকে নতুনপাড়া প্রবেশপথে পুলিশের খুব কড়াকড়ি নজরদারি চলছে। আমি নিজে সরেজমিন প্রত্যক্ষ করেছি। তবে প্রচ- গরম পড়ার কারণে দায়িত্ব পালনে মাঠে থাকা পুলিশ সদস্যরা কিছুটা হিমশিম খাচ্ছেন।’

সিট খালি নেই হাসপাতালে

বৃহস্পতিবারের মধ্যে চালু হতে পারে চমেক হাসপাতাল করোনা ইউনিট : হাসপাতালের পরিচালক

ভূঁইয়া নজরুল :
‘সুস্থ রোগী ছাড়পত্র পেলেই করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হবে’ এই সূত্রে চলছে নগরীতে করোনা চিকিৎসা। করোনা চিকিৎসায় নগরীর তিন (আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, ফৌজদারহাটের বিআইটিআইডি ও ফিল্ড হাসপাতাল) বিশেষায়িত হাসপাতালের কোনোটিতে সিট খালি না থাকায় অন্য কোনো উপায়ও দেখছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে করোনা চিকিৎসায় নতুনভাবে অনুমোদন পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হলিক্রিসেন্ট হাসপাতাল চালু হতে সময় লাগবে চলতি সপ্তাহ পর্যন্ত। সেই হিসেবে চলতি সপ্তাহ রেশনিং করেই রোগী ভর্তির দিকে এগুচ্ছে হাসপাতালগুলো।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র সার্জন ডা. আবদুর রব বলেন, ‘গতকাল রোববার থেকে জেনারেল হাসপাতালের ১১০টি বেডের সবগুলো রোগীতে পরিপূর্ণ। তাই নতুন কোনো রোগী ভর্তি করানো যাচ্ছে না। তবে সোমবার সাতজন রোগী রিলিজ দিয়েছি এবং আমরা সাতজন রোগী ভর্তি করিয়েছি।’
একই মন্তব্য করেন করোনা চিকিৎসায় নগরীর অপর হাসপাতাল ফৌজদারহাটের বিআইটিআইডি। এই হাসপাতালের পরিচালক ডা. এম এ হাসান বলেন, আমাদের এখানে ৩০টি বেডের সবগুলোতে রোগী রয়েছে। এসব রোগীর মধ্যে চারজন সোমবার রিলিজ হয়েছে। তাহলে আমরা নতুন করে আরো চারজন রোগী ভর্তি করাচ্ছি। এর বেশি সম্ভব নয়।
এদিকে অপর এক সূত্রে জানা যায়, হাসপাতালগুলোতে রোগীরা পুরোপুরি সুস্থ না হলেও রোগীদের বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে বিদায় করা হচ্ছে। আর সেই জায়গায় নতুন রোগী ভর্তি করানো হচ্ছে। তবে বাধ্যতামূলক ছাড়পত্রের বিষয়টি কেউ স্বীকার করেনি। এবিষয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘আমাদের এখানে সিট নেই সত্যি। তবে খুবই মুমুর্ষ রোগীদের ভর্তি নেয়া হচ্ছে। করোনা পজিটিভ হয়েছেন কিন্তু সুস্থ আছেন এমন রোগীদের আমরা ভর্তি করাচ্ছি না। তাদেরকে বাসায় থেকে চিকিৎসা নিতে সুপারিশ করা হচ্ছে।’
হলিক্রিসেন্ট হাসপাতাল চালু হবে কবে?
বেসরকারি ক্লিনিক মালিকদের সহযোগীতায় দীর্ঘদিনর পরিত্যক্ত থাকা হলিক্রিসেন্ট হাসাতালকে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার এবিষয়ে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে একটি নির্দেশনাও এসেছে। আর সেই নির্দেশনায় জেনারেল হাসপাতালের অধীনে হাসপাতালটি পরিচালনার কথা বলা হয়েছে। এবিষয়ে কথা হয় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের সাথে। তিনি বলেন, ‘এরকম একটি চিঠি গতকাল আমরা পেয়েছি। তবে নতুন ডাক্তার যেগুলো পেয়েছি সেগুলোর সমন্বয়ে একটি টিম তৈরি করে হলিক্রিসেন্ট হাসপাতাল চালু করতে হবে। কিন্তু তা কবে চালু করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু হাসপাতালটি রেডি রয়েছে তাই হয়তো চিকিৎসকদের টিম তৈরি করা গেলে চালু করা যাবে।‘
কোভিড-১৯ চিকিৎসায় চট্টগ্রামের জন্য সম্পূর্ণ আইসোলেটেড হাসপাতাল হলো হলি ক্রিসেন্ট হাসপাতাল। এবিষয়ে চট্টগ্রামে করোনা চিকিৎসা প্রতিরোগ কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হলিক্রিসেন্ট হাসপাতালে ১১টি আইসিইউ ও ৯টি এইচডিও সুবিধা রয়েছে। এছাড়া ৮০টি সাধারণ বেড রয়েছে। শুধু জনবল সুবিধা দিয়ে এটি চালু করা যাবে। এটি চালু হলে রোগীরা ভাল সেবা পাবে। এছাড়া সাধারণ রোগীরা আক্রান্ত হওয়ার কোনো ভয় থাকে না।’
এবিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘হলিক্রিসেন্ট হাসপাতাল প্রায় প্রস্তুত রয়েছে। নতুন কিছু ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয় নিয়োগ দিয়ে টিম তৈরি করতে হবে। মঙ্গলবার হাসপাতালটি দেখতে গিয়ে তা চূড়ান্ত করা হবে। সেই হিসেবে হয়তো এসপ্তাহের শেষে চালু করা যেতে পারে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট কবে চালু হবে?
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশনা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবেদনের পরিপ্রেক্ষিতে কোডিভ-১৯ চিকিৎসায় অনুমোদন দেয়া হাসপাতালটি কবে নাগাদ চালু হবে সেবিষয়ে জানতে চাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. হুমায়ুন কবিরের কাছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে পৃথক ইউনিট তৈরি করেছি। এছাড়া কোভিড-১৯ রোগীদের আসা যাওয়ার জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ তৈরি করেছি। এতে সাধারণ রোগীদের সাথে সংস্পর্শের কোনো সুযোগ নেই। সম্পূর্ণ আইসোলেটেড থাকবে।
কবে নাগাদ তা চালু করা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কিছু চিকিৎসক যোগদানের কথা রয়েছে। মঙ্গলবার বা বুধবারের মধ্যে এসব চিকিৎসক পেয়ে গেলে আমরা হয়তো বৃহস্পতিবার থেকে করোনা রোগী ভর্তি শুরু করতে পারবো আশা করছি।
তবে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, বৃহস্পতিবারের আগেই হয়তো মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট চালু করা যেতে পারে। এখানে ১০০ বেডের ব্যবস্থা রয়েছে। তাই করোনা চিকিৎসায় আপাতত সমস্যা হবে না বলে মনে করছি।
উল্লেখ্য, করোনা চিকিৎসায় চট্টগ্রামের আরেকটি বিশেষায়িত হাসপাতাল হলো ফিল্ড হাসপাতাল। ৫০টি বেড রয়েছে হাসপাতালটি। ডা. বিদ্যুৎ বড়–য়ার তত্ত্বাবধানে চালু হওয়া সেই হাসপাতালটি রোগী পূর্ন রয়েছে। অপরদিকে চট্টগ্রামের প্রতিদিন ৭০ থেকে ৮০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯১ জন। এদের মধ্যে মারা গিয়েছে ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি গেছে ১১৩ জন।

গতি বাড়াচ্ছে ‘আম্ফান’

আকু ওয়েদারের ম্যাপে আম্ফানের গতিপথ-

মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত
চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক :
বিপদ সংকেত দেখালো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয়া ঘূর্ণিঝড় ‘আম্ফান’। সাগরে অবস্থান করে ক্রমে শক্তিশালী হয়ে উঠা ঘূর্ণিঝড়টি মঙ্গলবার মধ্যরাতের পর ও বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা। সেই হিসেবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা খেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে।
তবে ঘূর্ণিঝড়টি গতকালের চেয়ে আজ বেশি বেগে অগ্রসর হচ্ছে। রোববার ২৪ ঘণ্টায় যেখানে ৭০ কিলোমিটার অগ্রসর হয়েছিল, আজ ১৮ ঘণ্টায় (গতকাল রাত ৯টা থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত) ২১০ কিলোমিটার অগ্রসর হয়েছে। গতকাল ঘণ্টায় তিন কিলোমিটার গতিতে অগ্রসর হলেও আজ অগ্রসর হয়েছে ঘণ্টায় সাড়ে ১১ কিলোমিটার গতিতে। সেই হিসেবে উপকূলে আঘাতের সময় একটু এগিয়ে এসেছে। প্রথমদিকে আগামী বুধবার আঘাত করতে পারে বলা হলেও আজ ১৮ নম্বর বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সন্ধ্যার মধ্যে এটি বাংলাদেশের খুলনা ও চট্টগ্রামের উপকূলের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে।
আর অতিক্রমের সময় উপকূলীয় এলাকায় প্রচন্ড গতিতে ঝড় ও জলোচ্ছ্বাস ঘটাতে পারে। এজন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং এসব এলাকার পাশ্ববর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিকের চেয়ে চার ও পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
উল্লেখ্য, চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক নিম্নচাপ সৃষ্টির কথা বলা হয়েছে। এসব নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও বলা হয়েছে। বছরের এসময়ে সাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। এপ্রিল-মে ও সেপ্টেম্বর-অক্টোবর ঘূর্ণিঝড়ের মৌসুম।

স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ চায় স্টিল মিল মালিকরা

সুপ্রভাত ডেস্ক : :

করোনা সংকট মোকাবিলায় স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। একইসঙ্গে আগামী বাজেটে স্ক্র্যাপ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহার,আমদানি শুল্ক ছাড়, অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার, খুচরা বিক্রি পর্যায়ে ভ্যাট হ্রাস ও উৎসে আয়কর প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএসএমএ নেতারা এসব দাবি জানায়। সংগঠনের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ।

স্বাগত বক্তব্যে বিএসএমএ সভাপতি মনোয়ার হোসেন বলেন, গত ২ মাসে করোনার প্রভাবে এ সেক্টরে ৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এ অবস্থা ডিসেম্বর পর্যন্ত চলতে থাকলে লোকসানের পরিমাণ ১৭-১৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগামীকালও যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলেও স্টিল খাতকে আগের অবস্থায় ফিরে যেতে অন্তত দুই বছর সময় লাগবে।

তিনি বলেন, সংকট উত্তরণে ব্যাংকগুলোকে নিয়ে চিন্তা ও ভয় কাজ করছে। কিছু ব্যাংক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও বেশিরভাগ হাত গুটিয়ে নিয়েছে। উপরন্তু ঋণের ১৪ শতাংশ হারে সুদ দিতে চিঠি দিয়েছে। তিনি আরো বলেন, স্টিল সেক্টর জনগণের ট্যাক্সের টাকা অনুদান হিসেবে নিতে চায় না। আমরা স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ চাই। বিদ্যমান ঋণের মেয়াদ এবং এলসির লিমিট বৃদ্ধি চাই।
বাজেট শুল্ক-কর সংক্রান্ত প্রস্তাব তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, করোনায় কোন সেক্টর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা বিবেচনায় নিয়ে আগামী বাজেটে সহায়তা দিতে হবে। স্টিল খাতের কাঁচামাল শতভাগ আমদানি নির্ভরশীল। তাই স্ক্র্যাপ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহার, আমদানি শুল্ক ছাড়, অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার, খুচরা বিক্রি পর্যায়ে ভ্যাট হ্রাস ও উৎসে আয়কর প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

ইউরোপের কিছু দেশে লকডাউন শিথিল

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতালির রেস্তেরোঁয় কাজ চলছে

সুপ্রভাত ডেস্ক

স্পেন, ইতালিসহ ইউরোপের বেশ কিছু দেশে আজ সোমবার থেকে লকডাউন শিথিল করা শুরু হয়েছে। ইতালিতে প্রায় দুই মাস লকডাউনে বন্ধ থাকার পর বার ও সেলুনসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে খোলার অনুমতি দেয়া হয়েছে। স্পেনেও লকডাউন বেশ শিথিলের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে ১০ জনের নিচে যে কোনো জমায়েতের অনুমতি মিলেছে। ধারাবাহিকভাবে যে মৃত্যুর মিছিল চলছিল সেটি অনেকটা কমে আসায় দেশ দুটি এখন লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিল।

মার্চে লকডাউন শুরুর পর ইতালিতে গতকাল রবিবারই আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন দেশটিতে প্রাণ হারায় ১৪৫ জন। দেশটিতে গত ২৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৯০০ মানুষের প্রাণ হারানোর রেকর্ড রয়েছে।

এদিকে স্পেনে লকডাউন চালুর পর প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ১০০-এর নিচে নেমে আসায় স্বস্তি ফেরে দেশটিতে। এর ফলে সেখানে লকডাউন খানিকটা শিথিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে অধিকাংশ মানুষ লকডাউন থেকে মুক্ত হয়ে যাবে। দেশটিতে অঞ্চলভেদে চার ধাপে লকডাউন তুলে নেয়া হবে। তবে আত্মতুষ্টির ব্যাপারে জনগণকে সতর্ক করে দেয়া হয়েছে। বলা হয়েছে, অসতর্ক থাকলে ভাইরাসটি দ্বিতীয়বারের মতো হানা দিতে পারে।

ইতালিতে রেস্তোরাঁ, বার, সেলুন ও অন্যান্য দোকানপাট খোলার অনুমতি মিলেছে। ক্যাথলিট চার্চগুলোতে মানুষ যাওয়া শুরু করেছেন। তবে সর্বত্রই সামাজিক দূরত বজায় রাখার ব্যাপারে নির্দেশনা আছে। এছাড়া সবাইকে মাস্ক পরিধান করার অনুরোধ জানানো হযেছে। স্বাস্থ্য বিভাগ থেকে অবশ্য বড় ধরণের জমায়েত করার ব্যাপারে সাবধান করে দেয়া হয়েছে।

ইতালিতে করোনাভাইরাসে ৩২ হাজার মানুষ মারা গেছে এবং এ ভাইরাসের প্রভাবে এবার দেশটির অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হতে পারে।

এছাড়া বেলজিয়ামে কড়াকড়ির মধ্যে প্রাইমারি ও মাধ্যমিক স্কুল খুলে দেয়া হয়েছে। সেখানে জাদুঘর ও চিড়িয়াখানার দরজাও খুলেছে। যদিও চিড়িয়াখানা ও জাদুঘরে তারাই যেতে পারবেন যারা বুকিং করেছেন এবং অনুমতি মিলবে সীমিত সংখ্যক মানুষের। গ্রিসে বিখ্যাত অ্যাক্রোপোলিস খুলে দেয়া হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া শুরু করেছে। পর্তুগালেও রেস্তোরাঁ, ক্যাফে ও পেস্ট্রি শপ খুলে দেয়া হয়েছে। এসব জায়গায় আসনসংখ্যা সীমিত রাখা। পোল্যান্ডে বিউটি স্যালুন ও হেয়ারড্রেসার খুলে দেয়া হয়েছে।

 

শেষ কিস্তির ১০০০ কোটি টাকা চলতি মাসেই দেবে গ্রামীণফোন

সুপ্রভাত ডেস্ক :

সুপ্রিম কার্টের আপিল বিভাগের রিভিউ পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে অডিট নিষ্পত্তির চূড়ান্ত ফলাফলের সঙ্গে সমন্বয়যোগ্য শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা আগামী ৩১ মের মধ্যে বিটিআরসিতে জমা দেবে গ্রামীণফোন। এর আগে গত ২৩ ফেব্রয়ারি ১ হাজার কোটি টাকা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি।

আজ সোমবার গ্রামীণফোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রামীণফোন বিটিআরসির অডিট আপত্তি ও পাওনা দাবি একটি বিরোধপূর্ণ বিষয়। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আদালতের বাইরে অথবা আদালতে গ্রামীণফোন এই বিরোধের নিষ্পত্তি করতে আগ্রহী।

এই সমন্বয়যোগ্য অবশিষ্ট অর্থ জমা দিয়ে গ্রামীফোন রিভিউ পিটিশনের সম্পর্কিত আদালতের আদেশের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করছে।

গ্রামীণফোন সাম্প্রতিক সময়ে বিটিআরসির সহযোগিতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং একই সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক করতে বিটিআরসির কাছ থেকে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে

 

এ মুহূর্তের সংবাদ

চমেক হাসপাতাল : হৃদরোগ চিকিৎসায় অবহেলা নয়

চট্টগ্রামে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় লিক

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন

সর্বশেষ

চমেক হাসপাতাল : হৃদরোগ চিকিৎসায় অবহেলা নয়

চট্টগ্রামে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় লিক

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন