কক্সবাজারে রোহিঙ্গাসহ ১৮ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে এক রোহিঙ্গাসহ ১৮৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া চকরিয়া উপজেলার ৩ জন এবং রামু উপজেলায় ১ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬৬ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন ।

এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০৪ জন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক  ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫৮ জন, পেকুয়া উপজেলায় ২৫ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ২৮ জন, টেকনাফ উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৬ জন।

এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুলস্নাহ এর স্ত্রী। এই পর্যন্ত মোট ৩৬ জন করোনা রোগী সুস’ হয়ে বাড়ি ফিরেছেন।