সাম্য প্রতিষ্ঠাই হোক দুর্গোৎসবের লক্ষ্য

মহানগর পূজা পরিষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকার দেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই হোক দুর্গোৎসবের মূল লক্ষ্য। তিনি ১১ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বস্ত্র বিতরণ, চিত্রাঙ্কন, গীতাপাঠ, নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন করেন বাঁশখালী ঋষিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। পৌরহিত্য করেন পন্ডিত অনাদি গোবিন্দ চক্রবর্তী।

মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. চন্দন কুমার তালুকদার, সহ-সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, রতœাকর দাশ টুনু, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ শীল, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাডভোকেট  নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, প্রচার সম্পাদক অ্যাডভোকেট তপন কুমার দাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অরুন রশ্মি দত্ত, সমাজকল্যাণ সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন, মহিলা সম্পাদিকা রাধারাণী দেবী, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, কর্মকর্তা রিপন রায় চৌধুরী, অ্যাড. রাজেশ বিশ্বাস, অসীম কুমার দে, বিশ্বজিত রায় চৌধুরী, অসীক দত্ত, অমিত ঘোষ, মৌসুমী  চৌধুরী, সবুজ দাশ, নারায়ণ সিং, সঞ্জিব বৈদ্য, অনিক তালুকদার, জয় চৌধুরী, প্রিয়তোষ বল, অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, দীপ্ত সিংহ, পূজা ঘোষ, দ্বীপ দে বাবু, বিশ্বজিত চৌধুরী, বিবেক দেব, শ্যামল চৌধুরী, বিটু মুহুরী। বিজ্ঞপ্তি