সংখ্যালঘু নির্যাতন এই সরকারের সময়ে বেশি হয়েছে : শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, সংখ্যালঘুদের ঘর-বাড়ি দখল ও নির্যাতন এই সরকারের সময় বেশি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কোন  নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তারা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা-জমি দখল করেছে। কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড়  নেতা আছে যারা সংখ্যালঘুদের  সম্পত্তি দখল করেছে। তিনি ১২ অক্টোবর বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাই  বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার জুয়েলের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল হালিম শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য কামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. সারোয়ার আলম, মনজুর রহমান  চৌধুরী, আলহাজ্ব জাকির  হোসেন, নূর হোসেন, আরিফ  মেহেদী, জাকির হোসেন, আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া, খাইরুজ্জামান জুনু,  কেন্দ্রীয় হিন্দু ছাত্র ফোরাম নেতা রাজীব ধর তমাল, নগর হিন্দু ছাত্র  ফোরাম নেতা বাপ্পী দে, মিঠুন কান্তি দাস, সঞ্জয় ধর সঞ্জু, সাজু দাস, প্রান্ত বসক,  সীমান্ত ধর, প্রেমু নাথ, সুমন ধর প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি