সামাজিক ব্যবসা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে

ইডিইউতে কর্মশালা

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সোশ্যাল বিজনেস ক্লাব (ইডিইউএসবিসি) এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ক ‘লার্ন ফ্রম দ্য লিডার্স’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। এই সিরিজটি সোশ্যাল মিডিয়ায় ৪টি পৃথক পর্বে অনুষ্ঠিত হবে। এই সিরিজের দুই দিনব্যাপী প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ জন অভিজ্ঞ উদ্যোক্তার সামাজিক ব্যবসায় তাদের অভিজ্ঞতা ও মূল্যায়ন সম্পর্কে আলোচনা করেন।
অতিথিরা হলেন জিনাত টি ইসলাম, রিলেশনশিপ ম্যানেজার, একাডেমিয়া নেটওয়ার্ক, ইউনুস সেন্টার; তানজিম নূর, ওয়াইওয়াই ভেঞ্চারস লিমিটেডের প্রোগ্রামস লিড; আবিদ হাসান হিমেল, মুভার্স ফেলো; লামিয়া হাফিজ, কমিউনিটি এংগেজমেন্ট লিড, ইমপ্যাক্ট হাব; হাসিব আহমেদ, চিফ গ্রোথ অফিসার, আমার ল্যাব; ফাহিম উদ্দিন শুভ, সিইও এবং ফাউন্ডার গারবেজ ম্যান, এবং মেহনাজ চৌধুরী, সিইও ও প্রতিষ্ঠাতা, ব্রুক। এই সিরিজে সামাজিক ব্যবসার ক্ষেত্রে তাদের যাত্রা ও অভিজ্ঞতা শোনার মাধ্যমে সম্যক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে সামাজিক ব্যবসায় আগ্রহী তরুণরা, যার ব্যতিক্রম ঘটেনি সিরিজের প্রথম পর্বে। এ সময় বক্তারা অংশগ্রহণকারীদের স্টার্টআপ গড়ে তুলতে উৎসাহ দেয়ার লক্ষ্যে বাস্তব অভিজ্ঞতানির্ভর দিকনির্দেশনা প্রদান করেছেন। বক্তারা সামাজিক ব্যবসার মূল ধারনা এবং কীভাবে এ ব্যবসা করতে হয়, এই ধরনের উদ্যোগের বিনিয়োগ ও লাভ কেমন, তা কীভাবে বণ্টিত হয় তা নিয়ে আলোচনা করেন। এছাড়া করোনাকালীন দুঃসময়ে উদ্যোক্তারা নিজেদের টিকিয়ে রাখতে কীভাবে লড়াই করেছেন, কীভাবে এ খারাপ সময়কে সামলেছেন, এবং করোনা পরবর্তী সময়ে কীভাবে তারা ব্যবসা পরিচালনা করবেন এ সম্পর্কেও আলোচনা করেন। বক্তারা বলেন, সামাজিক ব্যবসা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বৈশ্বিক ভারসাম্য তৈরিই এই ব্যবসার অন্যতম লক্ষ্য। সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ছোট পুঁজির মাধ্যমে এই ব্যবসা শুরু হয়। বিজ্ঞপ্তি