শব্দদূষণের অভিযোগে পটিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পটিয়া :

অতিমাত্রায় শব্দদূষণ ও গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের গ্রামবাসী মানববন্ধন করেছেন। গতকাল বিকেল ৪টায় কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। কর্ণফুলী নদীর পূর্বতীরে কোলাগাঁও ইউনিয়নে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

এসব শিল্পপ্রতিষ্ঠান এলাকায় মানুষের বসতি। অতিমাত্রায় শব্দদূষণের কারণে লোকজন রাতে ঘুমাতে পারছেন না। এমনকি কালো ধোঁয়ার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। শব্দদূষণ ছাড়াও গ্রামীণ যেসব সড়ক রয়েছে তা ভারী যানবাহন চলাচলের কারণে বর্তমানে বেহাল অবস্থায় আছে।

আল বারাকা পাওয়ার প্ল্যান্ট ও কর্ণফুলী পাওয়ার প্ল্যান্টের বিষয়টি ইতোমধ্যে পটিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক হাদী মো. শাহজামির, কোলাগাঁও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরবান আলী, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইউছুপ, মওলানা আবদুল আলিম, মো. ফারুক, মো. হাসান, মো. সাঈদুল, মো. আজাহার, রুমা আকতার, আলফাজ, শাকিল, সাগর,  সাজ্জাদ, রয়েল, আকাশ, সাব্বির, আরিফ, শাহ কামাল, জাহাঙ্গীর, আবদুল মাবুদ, আজম আলী, মুন্নি আকতার, এমদাদ, মো.ফয়সাল।  এ সময় তারা বলেন, উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ও কর্ণফুলী নদীর পূর্বতীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাহাজ শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টসসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেটরের অতিমাত্রায় শব্দদূষণ ও কালোধোঁয়ার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের কারণে শব্দদুষণ ও কালোধোঁয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান বক্তারা।