রাজস্ব আদায়ে মনোযোগী হতে হবে

পর্যালোচনা সভায় এনবিআর সদস্য ড. মইনুল খান

নিজস্ব প্রতিবেদক »

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান গতকাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম পরিদর্শন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজস্ব বিষয়ে পর্যালোচনা সভা করেন। কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে সৈকত সম্মেলন কক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তা ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় বোর্ড সদস্য ড. মইনুল খান গত মাসের ইএফডি লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক তুলে দেন।

ইএফডি লটারিতে ৪র্থ পুরস্কার হিসেবে দশ হাজার টাকা জিতেছেন চন্দনাইশের মো. সামিমুর রহমান চৌধুরী, চান্দগাঁও এলাকার মোহাম্মদ ফজলুল হক এবং ফেনীর মো. হাবীব উল্যাহ। পুরস্কার প্রদানের সময় বোর্ড সদস্য বলেন চট্টগ্রামে পুরস্কার বিজয়ীদের সংখ্যা বেশি। ক্রেতা-

বিক্রেতাদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে ভ্যাট আহরণের পাশাপাশি সবার মধ্যে অনন্য সংযোগ স্থাপন করা যাবে। দ্রুতগতিতে ও ব্যাপকভাবে সব জায়গায় ইএফডি বসানো গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে রাজস্ব আদায়ে কর্মকর্তাদের আরও বেশি মনোযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।