রাইখালীতে পিকআপভর্তি কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »

চন্দ্রঘোনা থানার আওতাধীন রাইখালী রেঞ্জের বুড়িপাড়া এলাকায় বনবিভাগ ও যৌথবাহিনীর অভিযানে পিকআপভর্তি আকাশমনি কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে। জব্দকৃত গাড়ি ও কাঠ বনবিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

জানা যায়, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের বুড়িপাড়া নামক স্থানে গতকাল বাঙ্গালহালিয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ বেঙ্গল ইউনিটের সহযোগিতায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের নেতৃত্বে ট্রানজিট রুট আইন ভঙ্গ করে কাঠপাচারের সময় অভিযান চালিয়ে আকাশমনি কাঠভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ১৩০ টুকরা সমান ১৩৩ ঘনফুট। গাড়িটি রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, অবৈধ কাঠপাচাররোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।