মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ জরুরি

ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনে বক্তারা

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের সা¤্রাজ্যবাদী আগ্রাসন-হামলা এবং নির্বিচারে নারী-শিশু হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি : গাজায় ফলিস্তিনিি মুসলমানদরে উপর ইসরাইলের বর্বর হামলা ও নির্বিচারে ফিলিস্তিনি শিশু-নারীসহ সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যবস্থাপনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ বেনিয়া শাসকরা ৭০ বছর আগে একটি স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য অনুপ্রবেশকারী দখলদার ইহুদী দ্বারা যে ইসরাইল নামক রাষ্ট্রের গোড়া পত্তন করা হয়েছিল, তা এখন বিশ্বসভ্যতার জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। অসভ্য, বর্বর এবং চক্রান্তকারী ইহুদীরা কত অমানবিক এবং ইসলাম বিদ্বেষী তা প্রমাণ করার জন্য সম্প্রতি গাজায় নির্বিচারে হত্যাকা-ের উদাহারণই যথেষ্ট।
তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের আবেগ ও অনুভূতির প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জভাবে ইসরাইলের পক্ষাবলম্বন ও অস্ত্র দিয়ে প্রচ্ছন্ন সহযোগিতা এবং জাতিসংঘের নির্লিপ্ততা ইসরাইলকে বেপরোয়া করে তুলছে। ইসরাইল ফিলিস্তিনে মানবতাবিরোধী যে অপরাধ সংঘঠিত করছে এর দায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকেও নিতে হবে।
বক্তারা জাতিসংঘকে ‘টুটোজগন্নাথ’ আখ্যায়িত করে বলেন, এটিকে জাতিসংঘ না বলে জাতিনিধনের সংঘ বলাই উত্তম।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আপনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে, ফিলিস্তিনের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনে আপনার বলিষ্ঠ পদক্ষেপ এ জাতি আশা করে।
আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইসরাইল বিরোধী একটি আন্তর্জাতিক কনভেনশন আহ্বান করার উদ্যোগ নিলে ফিলিস্তিনের পক্ষে বিশ্বজনমত সংগঠিত হবে।
বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা ও নিষ্ঠুর হত্যাকা- বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আরকাদেরী, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, চট্টগ্রাম মহানগর সভাপতি মাহবুবুল হক, সহ-সভাপতি তাসকির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, মিডিয়া সেলের প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য এরশাদ খতিবী, আহলে সুন্নাত ওয়াল জমাআতের কেন্দ্রীয় সদস্য মাস্টার আবুল হোসাইন, গাউসিয়া কমিটি মহানগর যুগ্ম সচিব মনির উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক মাওলানা ইলয়াছ আলকাদেরী ও খায়ের মোহাম্মদসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন : নিরহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের সা¤্রাজ্যবাদী আগ্রাসন-হামলা এবং নির্বিচারে নারী-শিশু হত্যার প্রতিবাদে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ ঐতিহাসিক চেরাগী চত্বরে মানববন্ধন বিভাগীয় শাখার সভাপতি মো. হাসান মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, ইসরাইল নিরহ ফিলিস্তিনিদের উপর বিরামহীনভাবে এবং অন্যায়ভাবে রাষ্ট্রীয় আগ্রাসনমূলক সন্ত্রাস চালাচ্ছে।
প্রতিদিনই কোন কোন ফিলিস্তিনি ঘরবাড়ি-সরকারি স্থাপনা বুলডোজার ও কামান দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে এতে তাদের ভিটা মাটি ও ফসলের জমি জোড়পূর্বক দখল করছে। এসময় বক্তারা আরো বলেন, বেসামরিক নাগরিকদের উপর বিশেষ করে নারী ও শিশুদের উপর হামলা সামরিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল। অবিলম্বে ইসরাইল কর্তৃক নিরহ ফিলিস্তিনি জনসাধারণের উপর হামলা বন্ধে এবং নারী-শিশু হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এসময় বক্তারা জাতিসংঘের কাছে জরুরি বৈঠক ডেকে নিরহ ফিলিস্তিনিদের উপর হামলা ও নির্বিচারে নারী-শিশু হত্যা বন্ধের জোড়ালো দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সাথী কামাল, বিভাগীয় শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজীদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য মো. কেফায়েত উল্লাহ আরকান, মুক্তিযোদ্ধা ছবির আহমদ, আঁচল চক্রবর্তী, নগর শাখার সভাপতি ইমাম হোসেন রাসেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. খোরশেদ আলম, লায়লা ইয়াসমিন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, ছাত্র নেতা মো. সাজ্জাদ প্রমুখ।
আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা : ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসায় হামলার প্রতিবাদে পটিয়া উপজেলা গেইটের সামনে মানববন্ধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা।
গতকাল ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী সভাপতি অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরী।
আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক কাজী শাকের আহমদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মাওলানা ওবায়দুল হক হাক্কানী, আহলে সুন্নাত পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শাহজাদা মুফতি সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী, ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি আক্তার হোসেন, যুবসেনা চট্টগ্রাাম দক্ষিণ জেলার সভাপতি মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, তরুণ ইসলামী বক্তা সৈয়দ হাসান আজহারী, মাওলানা এনাম রেজা, বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম হিরু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শওকত, ছাত্রসেনার কেন্দ্রীয় নির্বাহী সদস্য এইচ এম এনামুল হক, নির্বাহী সদস্য কাজী মুহাম্মদ আরাফাত, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নূরের রহমান রণি, সাধারণ সম্পাদক রিদুয়ান সাজ্জাদ।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত ফিলিস্তিনের স্বীয় মাতৃভূমি জোরপূর্বক দখলের অপচেষ্টার জের ধরে ফিলিস্তিনের নানা অঞ্চল ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসায় হামলা করে আসছে।
যা চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের যৌক্তিক অধিকার ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ ও জাতিসংঘের যথাযথ ভূমিকা কামনা করেন।
মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং ইসরায়েলের পক্ষে সৌদি মুফতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য প্রত্যাখান করেন আহলে সুন্নাত নেতৃবৃন্দ।
এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামুনুর রশীদ আমীরি, কাজী নুরুল আবছার, মাস্টার আলী খান, কাজী বদিউর রহমান, মাওলানা ইউসুফ জিলানী, মাওলানা কফিল উদ্দীন, আবুল কালাম লিটন, হারুন অর রশিদ হোসাইনী, মঞ্জুর ইসলাম প্রমুখ।
নগর ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন : ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিং¯্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ও পবিত্র আল আকসা মসজিদ উদ্ধারের দাবীতে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্ধোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের নির্দেশনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
আরও বক্তব্য রাখেন আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা হাফেজ কারী ইলিয়াস শাহ, আল্লামা মুফতি রেজাউল কায়সার, মফিজুর রহমান, জনাবা সাবিনা সাদাত সাফা, মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ, আজিজ মাবরুর, নিজাম উদ্দিন, আবদুল বারেক, কা¤্রুল আলাম নকীব, নাফিজ মোবাররত, ইরফানুল হক সরকার, নজিবুল কবির রাহগির, লুতফর রহমান লিটন, গিয়াস উদ্দিন ও আবু বকর আমান।
নেতৃবৃন্দ বলেন, দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হতে হবে।
নেতৃবৃন্দ বলেন, পাশবিক শক্তির নৃশংসতা হত্যা ও দৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরুদ্ধে সত্যপ্রিয় সকল মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দুনিয়াব্যাপী সিরিয়া-ইরাক-লিবিয়া-ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম-জাতি-গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু অধর্ম হিং¯্র উগ্রবাদ সাম্প্রদায়িক গোষ্ঠী ভয়াবহ হত্যাকা- ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
সত্য-ন্যায়-মানবতা-স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থান আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখ- বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সকল মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবম-লীর উদ্ধার ও মুক্তি সম্ভব। বিজ্ঞপ্তি