মডার্না-সিনোফার্মের আরো পৌনে ২ লাখ টিকা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রামে নতুন করে আরো ১ লাখ ৮৫ হাজার ২শ’ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। এগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় দফায় ১ লাখ ৬ হাজার ৮শ’ ডোজ যুক্তরাষ্ট্রে তৈরি মডার্না ও তৃতীয় দফায় ৭৮ হাজার ৪শ’ ডোজ চীনের তৈরি সিনোফার্মের ভ্যাকসিন।
গতকাল বুধবার সকাল ৭টায় বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের নিজস্ব পরিবহনে এসব ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানো হয়েছে। এসব ভ্যাকসিন জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘আজ (গতকাল) সকালে নতুন করে ১ লাখ ৮৫ হাজার ২শ’ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। যার মধ্যে ১ লাখ ৬ হাজার ৮শ’ ডোজ যুক্তরাষ্ট্রে তৈরি মডার্না এবং ৭৮ হাজার ৪শ’ ডোজ চীনের তৈরি সিনোফার্মের। সরকারি নির্দেশনা এলে এসব ভ্যাকসিন নগরের কেন্দ্রসমূহ ও বিভিন্ন উপজেলায় প্রেরণ করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই ১ লাখ ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন আসে। যার মধ্যে ১ লাখ ৫ হাজার ৬শ’ ডোজ মডার্না ও ৭৮ হাজার ৪শ’ ডোজ সিনোফার্মের।