বোস্টনে কার্ডিনাল রোজারিও সংবর্ধিত

ডেস্ক রিপোর্ট »

সম্প্রতি বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশক’টি অঙ্গরাজ্য পরিদর্শন করেন। এরই অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর চারদিনের কর্মসুচী নিয়ে বোস্টন পরিদর্শন করেন কার্ডিনাল রোজারিও।

গত ১৬ সেপ্টেম্বর বোস্টন বাংলাদেশী কমিউটিনির উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন কার্ডিনাল রোজারিও। ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইর্সিসিএম) মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটির সিনিয়র সিটিজেন সৈয়দ নুরুজ্জামান।

খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিসিএম সভাপতি হুমায়ুন মোরশেদ, প্রকৌশলি ফিরোজ এ খান, বিশেষজ্ঞ চিকিৎক এহসান হক, ভদন্ত ফ্রা মহা নিরোধা ভিক্ষু,প্রাক্তণ বেইন সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, কারিতাস বাংলাদেশ এর পরিচালক জেমস গোমেজ, তপন চৌধুরী, সুহাস বড়ুয়া, জোবাইর হোসাইন সিকদার, মিটু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কার্ডিনালকে ফুলেল শুভচ্ছা জানান আইসিসিএম পরিচালক এ কে এম ওয়াহিদি, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি নিউইংল্যান্ডের সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে তপন চৌধুরীা

সংবর্ধিত অতিথি কার্ডিনাল রোজারিও বলেন , বিশ্বে বহুল খ্রীস্টান জনগোষ্ঠির অনেক দেশ থাকা সত্বেও মাত্র চার লাখ খ্রিষ্টান ধর্মাবলম্বির দেশ বাংলাদেশ থেকে আমাকে কার্ডিনাল নির্বচিত করার অন্যতম কারণ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রিতি। তিনি বক্তব্যে মানবিক সমাজ নির্মাণে আন্ত: ধর্মীয় যোগাযোগের  প্রয়োজনিয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সূত্র : জোবাইর হোসাইন সিকদার