বাস-ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

সাতকানিয়া
নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :
সাতকানিয়ায় বাস-ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাদারবাড়ি এলাকার সেভেন বিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রেইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা সেভেন বিএম ইটভাটার মালিক শামসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ইটভাটার সামনে চট্টগ্রামমুখি ট্রেইলারের সাথে বিপরীতমুখি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ইটভাটার শ্রমিকেরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতরা হলেন, ট্রেইলারের হেল্পার জাকির স্বপন (৩৩), যাত্রী মো. ফারুক (২০), আব্দুস ছালাম (৬০), হেলাল উদ্দীন, বাসের চালক ফজলুল হক (৬৫) ও ট্রেইলারের চালক আবু বক্কর (৩৮)।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।