বান্দরবানে ২শ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবান নতুন করে আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। সোমবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। সোমবার জেলার ৫৫ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয় । বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ২০১ জন।

জেলা স্বান’্য বিভাগ জানায় সোমবার  রাতে বান্দরবান জেলায় নতুন আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে সদরে ১০  জন  এবং নাইড়্গ্যংছড়িতে ৫ জন । সদরের আক্রান্ত ১০ জনের মধ্যে বালাঘাটা ব্রিগেড এলাকার চাকমা পাড়ার ৫ জন সিএস অফিসের ১ জন বাকীরা পৌরসভার বিভিন্ন এলাকার। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ২০১ জন। ৫ দিন আগেও ছিল একশ জনের মত কয়েকদিনের মধ্যে খুব দ্রুত সংক্রমণের হার বেড়েছে। তবে এর মধ্যে ৫৬ জন সুস’ হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।