বলিউডে কতটা ভালো করবো জানি না: অ্যাঞ্জেলিনা জোলি

সুপ্রভাত ডেস্ক »

ভারতের সঙ্গে নিজের ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে মনে করেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের সঙ্গে আমার একটি বিশেষ সংযোগ রয়েছে। জনবহুল দেশটি খুবই মানবিক। ওখানকার রাস্তাঘাট, ট্রেন বা প্রাকৃতিক পরিবেশ- সবই আপন মনে হয়।’

৪৬ বছর বয়সী জোলি ২০০৬ সালে শুটিং করতে প্রথম ভারতে গিয়েছিলেন। সিনেমাটা ছিল ‘আ মাইটি হার্ট’, তখন একটি অটোরিকশায় চড়াসহ কিছু ঘটনার কথা মনে করেন তিনি। ভারতে এসে তিনি আফগানিস্তান ও মিয়ানমারের শরণার্থীদের সঙ্গেও দেখা বলেছিলেন ওই সময়।

অস্কারজয়ী এ অভিনেত্রী ভারতে কখনই নিজেকে বহিরাগত মনে করেননি। তিনি বলেন, ‘এখানে আমি শক্তি, তীব্রতা ও মানবতা অনুভব করেছি। শিগগিরই আবার ভারতে আসতে চাই।’

অবশ্য জোলির এমন মন্তব্যের আড়ালে থাকতে পারে মুক্তি পেতে যাওয়া ‘ইটারনালস’ ছবির প্রচার। ছবিটিতে ভারতের সংযোগ আছে ভালোই। এ সিনেমায় ভারতীয় অভিনেতা হারিশ প্যাটেলও অভিনয় করছেন।

কখনও বলিউডে কাজ করতে চান কিনা, এমনটা জানতে চাইলে জোলি বলেন, ‘আমি জানি না বলিউডে কতটা ভালো করতে পারবো। কিন্তু আমি সেখানকার অভিনয় উপভোগ করি।’

পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি মানবতার ডাকে সাড়া দিয়ে গত দুই দশক ধরে নানান প্রচারাভিযানে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জাতিসংঘের একজন শুভেচ্ছা দূত ও বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন।