ফাইন্যান্স কমিটির বৈঠকে শিক্ষার্থীদের জন্য বিশেষ ফান্ডের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

সিআইইউ’র ভার্চুয়াল ফাইন্যান্স কমিটির ভার্চুয়াল বৈঠকের অতিথিরা

 

করোনা মহামারীর কারণে অনেক শিক্ষার্থীর পড়ালেখা চাপের মুখে পড়েছে। সচ্ছল পরিবারগুলো তাদের সন্তানদের পড়াশুনা এগিয়ে নিতে গিয়ে এখন চরম হিমশমি খাচ্ছেন। অন্যদিকে আর্থিকভাবে কিছুটা দুর্বল এমন পরিবারের ছেলে মেয়েরাও আগামী দিনের ভাবনা নিয়ে পড়েছেন বড় ধরণের অনিশ্চয়তায়।

শিক্ষার্থীদের আর্থিক সংকট কাটিয়ে তাদের উচ্চশিক্ষার পথকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রামের তারুণ্যমুখর বিদ্যাপীঠ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

করোনার এই সংকটকালীন তারা প্রতিষ্ঠানটির মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে নিতে গঠন করেছে বিশেষ ফান্ড। সম্প্রতি সিআইইউর ফাইন্যান্স কমিটির ২২তম ভার্চুয়াল (অনলাইন) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিআইইউর ট্রাস্টি নাদের খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ট্রাস্টি লুৎফে এম আইয়ুব, উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, ইউল্যাবের ট্রেজারার ড. মিলন কুমার ভট্টাচার্য, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আসিফ ইকবাল, ফাইন্যান্স কমিটির সদস্য সচিব ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক সালমা বেগম।

বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের নানান দিক পর্যালোচনা, শিক্ষার্থীদের আর্থিক অবস্থা তুলে ধরাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সিআইইউর ট্রাস্টি নাদের খান করোনা সংকট কেটে গিয়ে শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাস আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী সিআইইউকে একটি পরিবার উল্লেখ করে বলেন, করোনা ভাইরাসের আগ্রাসনে সমগ্র পৃথিবী থমকে গেছে। শিক্ষা খাতে অচল অবস্থা বিরাজ করছে।

এই সংকট মোকাবিলায় সবার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি