পটিয়া ও বোয়ালখালীতে তিন ইটভাটাকে জরিমানা

পরিবেশ অধিপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি,পটিয়া :
পরিবেশ অধিদপ্তর পটিয়া ও বোয়ালখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে। রোববার পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারি পরিচালক আফজারু ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় পটিয়ার মেসার্স এএইচ আর ব্রিকসকে ৩ লাখ টাকা, বোয়ালখালীর মেসার্স মহসেন আউলিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা ও বোয়ালখালীর মেসার্স কর্ণফুলী ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও র‌্যাব ও পুলিশের একটি টিম।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক জমির উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পটিয়া ও বোয়ালখালীর তিন ইটভাটাকে জরিমানা করে আদায় করা হয়েছে। ওইসব ইটভাটার ছিল না পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স।