নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত ডোনাল্ড ট্রাম্প

সুপ্রভাত ডেস্ক :

মধ্যপ্রাচ্যে শান্তি আনার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নরওয়েজিয়ান পার্লামেন্টের অতি-ডানপন্থী প্রগ্রেস পার্টির সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে বলেন, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তির সুযোগ সৃষ্টি করে দেয়া সংযুক্ত আবর আমিরাত ও ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তির জন্য ট্রাম্প যে কাজ করেছেন সে জন্য তাকে বিবেচনা করা উচিত।

‘ট্রাম্প তার দেশে যে আচরণ এবং সংবাদ সম্মেলনে যে কথাই বলুক না কেন, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পুরাপুরি সুযোগ রয়েছে,’ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন টাইব্রিং-জিজেডে।

তিনি বুধবার ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন জানিয়ে বলেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

এর আগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ঝামেলা সমাধানে প্রচেষ্টার জন্য ২০১৮ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। যে দুজন নরওয়েজিয়ান সংসদ সদস্য মনোনয়ন দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন টাইব্রিং-জিজেডেও। দেশটির যেকোনো জাতীয় সংসদ সদস্য যে কাউকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন।