নাইক্ষ্যংছড়িতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »

বান্দরবানের নাইক্ষংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্টসহ ৩টি দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
৩ আগস্ট বেলা ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওমামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফি উল¬াহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা আওমামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, থানা’র ওসি ( তদন্ত) শরীফ ইবনে আলম, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, সোনাইছি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা । সভায় ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন ও ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মযার্দায় পালনের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। দিবসসমূহ পালনের জন্যে পৃথক ৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তুতিসভায় রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।