দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরো ১২, ৮৭৫ জন

নিজস্ব প্রতিবেদক <<
সারাদেশে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে গতকাল রোববার চট্টগ্রামে টিকা নিয়েছেন ১২ হাজার ৮৭৫ জন। এরমধ্যে নগরীতে ৬ হাজার ২৬১ এবং উপজেলায় ৬ হাজার ৬১৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯১৬ জনে। পাশাপাশি গতকাল রোববার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ১ হাজার ৫১১ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৪৪ হাজার ৫৮০ এবং ১৪ উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৯৮৯ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮১৯ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৮৬ হাজার ২৬৪ এবং উপজেলায় ২ লাখ ৩৮ হাজার ৫৫৫ জন। গতকাল প্রথম ডোজের টিকা নেওয়া ১ হাজার ৫১১ জনের মধ্যে নগরীতে ৮৪৭ এবং উপজেলায় ৬৬৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গতকাল চট্টগ্রামের ১৪ টি উপজেলায় দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ৬ হাজার ৬১৪ জনের মধ্যে লোহাগাড়ায় ৩৬০, রাঙ্গুনিয়ায় ৫৫২, ফটিকছড়িতে ২৭৭, বাঁশখালীতে ৪৪৩, আনোয়ারায় ৪২৩, সীতাকুণ্ডে ৮০৮, সাতকানিয়ায় ১১৫, রাউজানে ১০৩০, মিরসরাইয়ে ৬২৩, চন্দনাইশে ২৫১, বোয়ালখালীতে ২৫৪, হাটহাজারীতে ৯৬১, সন্দ্বীপে ২৯ এবং পটিয়ায় ৪৮৮ জন টিকা গ্রহণ করেন।
গতকাল প্রথম ডোজের টিকা নেওয়া ৬৬৪ জনের মধ্যে লোহাগাড়ায় ১৯ জন, রাঙ্গুনিয়ায় ৬৩, ফটিকছড়িতে ৫৯, বাঁশখালীতে ৪৪, আনোয়ারায় ৪৫, সীতাকুণ্ডে ৮৭, সাতকানিয়ায় ৩৫, রাউজানে ৭২, মিরসরাইয়ে ৫২, চন্দনাইশে ২০ বোয়ালখালীতে ৩৫, হাটহাজারীতে ৫৯, সন্দ্বীপে ২ এবং পটিয়ায় ৭২ জন টিকা গ্রহণ করেন।