দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ এক লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক <<
দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচির অষ্টম দিনে চট্টগ্রামে টিকা নিয়েছেন ১৯ হাজার ৮৮৫ জন। এরমধ্যে নগরীতে ১০ হাজার ১৬৭ জন এবং উপজেলায় ৯ হাজার ৭১৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৩ হাজার ১৯৬ জন। এরমধ্যে নগরীতে ৫৬ হাজার ৮২৩ জন এবং ১৪ উপজেলায় ৫৬ হাজার ৩৭৩ জন। পাশাপাশি গতকাল প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ১ হাজার ১০৪ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৫৮০ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৪৭ হাজার ৯৮১ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৯৬ হাজার ৫৯৯ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৮৯ হাজার ৪০৮ জন এবং উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৩৯৮ জন। গতকাল প্রথম ডোজের টিকা নেওয়া ১ হাজার ১০৪ জনের মধ্যে নগরীতে ৫৮৩ জন এবং উপজেলায় ৫২১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গতকাল চট্টগ্রামের ১৪টি উপজেলায় দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ৯ হাজার ৭১৮ জনের মধ্যে লোহাগাড়ায় ২৪৩ জন, রাঙ্গুনিয়ায় ৭৪৭ জন, ফটিকছড়িতে ৭৯৫ জন, বাঁশখালীতে ৫৮০ জন, আনোয়ারায় ৭৩৬ জন, সীতাকুণ্ডে ১ হাজার ৫৯৭ জন, সাতকানিয়ায় ৭৩৬ জন, রাউজানে ৫১১ জন, মিরসরাইয়ে ৫৫৯ জন, চন্দনাইশে ৬৭৮ জন, বোয়ালখালীতে ৪৭১ জন, হাটহাজারীতে ৪৯৩ জন, সন্দ্বীপে ১৮৭ জন এবং পটিয়ায় ১ হাজার ৩৮৫ জন টিকা গ্রহণ করেন।
গতকাল প্রথম ডোজের টিকা নেওয়া ৫২১ জনের মধ্যে লোহাগাড়ায় ১৭ জন, রাঙ্গুনিয়ায় ৪৩ জন, ফটিকছড়িতে ২৫ জন, বাঁশখালীতে ৩৮ জন, আনোয়ারায় ৩০ জন, সীতাকুণ্ডে ১৭৪ জন, সাতকানিয়ায় ২৪ জন, রাউজানে ৩৩ জন, মিরসরাইয়ে ২৩ জন, চন্দনাইশে ১০ জন, বোয়ালখালীতে ২২ জন, হাটহাজারীতে ৩৭ জন, সন্দ্বীপে ১০ জন এবং পটিয়ায় ৩৫ জন টিকা গ্রহণ করেন।