দেড় লাখ করোনা টিকা এলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে নতুন করে আরও ১ লাখ ৫৩ হাজার ৮শ’ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে চীনের সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২শ’ ডোজ এবং যুক্তরাষ্ট্রের মডার্নার ৩০ হাজার ৬শ’ ডোজ টিকা।
শনিবার ভোরে এসব ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এসব ভ্যাকসিন জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে আজ (গতকাল) ভোরে আরও ১ লাখ ৫৩ হাজার ৮শ’ ডোজ টিকা এসেছে। আমরা এসব টিকা রিসিভ করেছি। এতে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২শ’ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬শ’ ডোজ টিকা রয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় এসব টিকা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।’
এর আগে ১৪ আগস্ট রাতে সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২শ’ ডোজ, মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছিল। এতে মোট টিকা এসেছিল ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা। ৩১ জানুয়ারি পর থেকে দফায় দফায় টিকা এসেছে চট্টগ্রামে।