দুই বিভাগের শেষ চারে চট্টগ্রাম জেলা

ফাহমিদা, সালাউদ্দিন ও পুজার হ্যাটট্রিক

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ে কুমিল্লার দুই দলকে বিদায় করে সেমিফাইনালের টিকেট পেয়েছে চট্টগ্রাম জেলার ছেলে ও মেয়েরা। আগামী ২২ আগস্ট ফাইনালে উঠার জন্য চট্টগ্রামের ছেলেরা কক্সবাজার ও মেয়েরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিরুদ্ধে খেলবে।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে দুপুরে বঙ্গমাতা গোল্ডকাপে ফাহমিদা রেশমির হ্যাটট্রিকের কৃতিত্বে কুমিল্লা জেলাকে ৪-০ গোলে পরাজিত করে চট্টগ্রাম জেলা। অপর গোলটি করেন সিপা। বিকেলে বঙ্গমাতা গোল্ডকাপে চট্টগ্রাম জেলার ছেলেরা বেশ প্রতিদ্বন্দ্বিতা করেই কুমিল্লা জেলাকে ৩-১ গোলে পরাস্ত করে। বিজয়ী দলের অধিনায়ক সাজ্জাদ, রাকিব ও রিফাত ১টি করে গোল করেন। শুরু থেকে দুই শক্তিশালী এ দলের খেলা সমানতালে চলেছে। ৩১ মিনিটে প্রত্যাশিত গোল পেয়ে এগিয়ে যায় চট্টগ্রাম। নিঁখুত এক আক্রমণ থেকে বড় ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে অধিনায়ক সাজ্জাদ দর্শনীয় শটে প্রতিপক্ষ কিপারকে কাবু করেন। পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে কুমিল্লা, কিন্তু চট্টগ্রামের ডিফেন্ডারদের প্রতিরোধে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এরমধ্যে এ অর্ধের ২৮ মিনিটে রাকিব চট্টগ্রামের পক্ষে দ্বিতীয় গোল করেন। তিন মিনিট পর রিফাত তৃতীয় গোল এনে দেন চট্টগ্রামকে। শেষ দিকে কুমিল্লার গোল করে ব্যবধান ৩-১ করেন। এর আগে সকালে বঙ্গমাতা গোল্ডকাপে ফেনীকে ৫-০ গোলে পরাজিত করে ব্রাহ্মনবাড়িয়া জেলা। বিজয়ী দলের পুজা ৩ গোল করে হ্যাটট্রিক করেন। জেসমিন ও সাদিয়া করেন ১টি করে গোল। একই সময়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে সালাউদ্দিনের হ্যাটট্রিকের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ৩-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলাও সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে।