দলবদলে এলো আবাহনী, লক্ষ্য শিরোপা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

২০১৬ সালে সবশেষ প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। এরপর ২০১৮ সালে রানার্সআপ। তিন বছর পর হতে যাওয়া লিগে এবার শিরোপায় চোখ ঐতিহ্যবাহীদের। রবিবার থেকে শুরু হওয়া দলবদলে নিজেদের নিবন্ধন সেরে ফেলেছে আকাশি-নীল জার্সিধারীরা।

এবার জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নাম লিখিয়েছে দলটিতে। আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, রুম্মান সরকার, হাসান জুবায়ের নিলয় ও পুষ্কর খিসা মিমোদের নিয়ে দল টার্ফে নামবে। দীর্ঘদিন ধরে কোচের পদে থাকা মাহবুব হারুণ আছেন এবার উপদেষ্টা হয়ে। কোচ থাকছেন আরেক সাবেক তারকা হেদায়তুল ইসলাম রাজীব।

দল নিয়ে আশাবাদী মাহবুব হারুণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। জাতীয় দলের ১০ জন খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য লিগ শিরোপা জয়। আশা করছি, লক্ষ্যপূরণ হবে।’