তরুণসমাজের অধ:পতনে জাতির পতন অনিবার্য

চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী :

তরুণ সমাজের পচন ধরলে জাতির পতন অনিবার্য। এদের বাঁচাতে সবাইকে সুস্থ চিন্তা করতে হবে। এ জন্য পড়ালেখার বিকল্প নেই। গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগামী সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মেরিন ফিশারিজের অধ্যক্ষ ক্যাপটেন মাসুক হাসান আহমেদ। সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন রিয়াদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, কর্ণফুলী উপজেলার সমাজ সেবার অফিসার তানিয়া আলম, ছাফা এন্ড কোম্পানীর পরিচালক আহমদ মিয়া, সীকোমের পরিচালক মহিউদ্দিন চিশতি, ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সেলিম হক, আনোয়ারা সাদাত মোবারক, সেলিম খান, জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন সাইফ,  মোহাম্মদ ইয়াছিন, আশরাফ আলী মন্টু, মোহাম্মদ আলী জিন্না, আব্বাস খান, আবদুল লতিফ আজাদ উদ্দিন শাহীন নুরুল আবছার, মহিউদ্দিন বাদশা, হাজি মামুনুর, সালাউদ্দিন সাদ্দাম, জাগরনী সংঘের সভাপতি রাজিবুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, রশিদ, আরাফাত হোসেন, আবদুর রশীদ, সাইফুল ইসলাম।মোহাম্মদ সুমন ও রাসেল রাইনের যৌথ সঞ্চালয়নায় আরো বক্তব্য রাখেন কমিটির আহবায়ক দোস্ত মোহাম্মদ, আরিয়ান দিদার, রায়হান মুন্না, সাইদুল ইসলাম সজিব, জেএস সামুন, জহিরুল ইসলাম ইমন, কোরবান আলী। অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন এম.এন ছাফাকে সম্মাননা পদক প্রদান করা হয় এবং শেষে কেকে কেটে ২৯বছরের উৎসব পালন করা হয়।