ড্র করেও পয়েন্ট কাটা গেলো কোহলি-রুটদের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দ্বিতীয় টেস্ট শুরুর আগেই স্লো ওভার রেটের শাস্তি পেলো ইংল্যান্ড ও ভারত। ধীর গতির ওভার রেটের জন্য দুই পয়েন্ট কাটাতো গেছেই। পাশাপাশি দুই দলকেই ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। অবশ্য যে টেস্টের জন্য এই শাস্তি, সেটি শেষ দিনের টানা বৃষ্টিতে ড্র হয়েছে।
আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম ছিল দুই দলেরই। নিয়ম অনুযায়ী প্রতিটি ওভারের জন্য কাটা যায় একটি পয়েন্ট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও বিরাট কোহলি দুজনেই দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন পড়েনি।
নিয়ম অনুযায়ী ড্র হলে ৪ পয়েন্ট করে পাওয়ার কথা ছিল। এখন পয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুটি দলেরই অর্জন ২ পয়েন্ট করে। আগামী কাল লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।