জিলহজের চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

সুপ্রভাত ডেস্ক :

বাংলাদেশের কোথাও আজ মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১ আগস্ট (শনিবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে কভিড-১৯ মহামারীর কারণে সারা বিশ্বেই এবার এই উৎসব সীমিত আকারে অত্যন্ত নিয়ন্ত্রণের ভেতর উৎযাপিত হতে যাচ্ছে।

এদিকে গতকাল সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।

এবার ঈদে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৩১ জুলাই ও ১ আগস্ট পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে ঈদুল ফিতরে গণপরিবহন বন্ধ থাকলেও এবার স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে। সব গণপরিবহন ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করছে। এবার অগ্রীম টিকিট কাটার ব্যবস্থাও করেনি পরিবহন মালিক সমিতি।