চেয়ারম্যান পদে দুই দলের মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :

নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ঘোষিত তফসিল মতে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার লোহাগাড়ায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ধার্য আছে। গত ১৪ সেপ্টেম্বর এ তফসিল ঘোষণা করা হয়েছে। ৩ ইউনিয়ন পরিষদ হলো উপজেলা সদর লোহাগাড়া, আমিরাবাদ ও আধুনগর। এই ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হবে, তাই দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন লোহাগাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ নুরুচ্ছফা চৌধুরী। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. জহির উদ্দিন লোহাগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জোর প্রস্তুতি নিয়েছেন। আমিরাবাদ ইউনিয়নে শাহেদুল কবির সেলিম, সিরাজুল ইসলাম, মিয়া মোহাম্মদ শাহজাহান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচ ছাড়াও উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সাংবাদিক খোকন সুশীলও নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী বলে জানা গেছে। পাশাপাশি মুক্তিযুদ্ধাকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরীও চেয়ারম্যানপদে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

আধুনগর ইউনিয়ন আওয়াম লীগ সভাপতি নুরুল কবির, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাহমুদুল হক বাবুল ও বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব মিয়াও নিচর্বাচনে আগ্রহী বলে জানা গেছে ।  লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ গত ১৯ সেপ্টেম্বর শনিবার ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে প্রেরণের জন্য বাছাই করেছে। এর মধ্যে লোহাগাড়া ইউনিয়নের একজন,  আমিরাবাদ ইউনিয়নের ৪জন ও আধুনগর ইউনিয়নের ৪জন মনোনয়নপ্রত্যাশীর নাম প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অপরদিকে লোহাগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোহাম্মদ আনোয়ার হোসেন জাতীয় পার্টি হতে ইতোমধ্যে মনোনয়নপত্র পেয়েছেন বলে জানা গেছে। জানা যায়, বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন লোহাগাড়া ইউনিয়নের খোরশেদ আলম সিকদার, আমিরাবাদ ইউনিয়নের আব্দুর রহিম ও আধুনগর ইউনিয়নের আবু নাসের চৌধুরী। লোহাগাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।