চট্টগ্রাম রুটের তিন ট্রেনে কাল থেকে নতুন সময়সূচি

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ রেলওয়ের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আগামীকাল সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। একই দিনে বদলে যাবে বিজয় ও উপকূল এক্সপ্রেসে পুরোনো অবয়বও।

রেল সূত্র জানায়, নতুন সময়সূচি অনুযায়ী বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৯ টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে এবং সিলেট পৌঁছাবে বিকেল ৪ টা ৩০ মিনিটে। উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৫ টায়।

পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ জানিয়েছে, ময়মনসিংহ ও নোয়াখালীগামী দুই ট্রেন বিজয় ও উপকূল এক্সপ্রেস দীর্ঘদিন ধরে পুরাতন বগি নিয়ে চলাচল করছিল। দুই ট্রেনেই শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। এ দুই ট্রেনে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত করার দাবি ছিল যাত্রীদের, চেষ্টা ছিল রেলওয়েরও। অবশেষে আগামীকাল থেকে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এবং নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনে যুগোপযোগী ও আধুনিক বগি লাগানো হচ্ছে। এখানে সুবর্ণ এক্সপ্রেসের আগের চায়না সাদা বগিগুলো যুক্ত হবে। বিজয় এক্সপ্রেসে থাকবে ১৪ টি বগি। এর মধ্যে পাঁচটি এসি ও পাঁচটি শোভন চেয়ার বগি।