চট্টগ্রামে টিকা নিলেন ৮ হাজার ২৪৮ জন

নিজস্ব প্রতিবেদক <
সারাদেশ টিকাদান কর্মসূচির ২৭তম দিনে গতকাল বুধবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ৮ হাজার ২৪৮ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩১৮ জন। এর মধ্যে নগরীতে ১ লাখ ৯৫ হাজার ১২৫ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ১৯৩ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৯৯৭ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৫২ হাজার ৭২২ জন এবং উপজেলায় ২ লাখ ৯ হাজার ২৭৫ জন। বুধবার চট্টগ্রামে টিকা নেওয়া ৮ হাজার ২৪৮ জনের মধ্যে নগরীতে ৫ হাজার ৫৭০ জন এবং ১৪ উপজেলায় ২ হাজার ৬৭৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে বুধবার চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নেওয়া ২ হাজার ৬৭৮ জনের মধ্যে লোহাগাড়ায় ৯০ জন, রাঙ্গুনিয়ায় ২৪০ জন, ফটিকছড়িতে ১১০ জন, বাঁশখালীতে ১৭০ জন, আনোয়ারায় ১৪০ জন, সীতাকুণ্ডে ২৮৮ জন, সাতকানিয়ায় ১৮৭ জন, রাউজানে ২৮৬ জন, মিরসরাইয়ে ২৭৩ জন, চন্দনাইশে ১১০ জন, বোয়ালখালীতে ১৪৮ জন, হাটহাজারীতে ২২০ জন, সন্দ্বীপে ১১৯ জন এবং পটিয়ায় ২৯৭ জন টিকা গ্রহণ করেন।