চট্টগ্রামে টিকা নিলেন আরও ১৫, ৬৫৫ জন

নিজস্ব প্রতিবেদক ::
করোনা টিকাদান কর্মসূচির পনের দিনে গতকাল বুধবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ১৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে নগরীতে ১০ টি টিকাকেন্দ্রে ৭ হাজার ৪৪৮ জন এবং ১৪ উপজেলায় ৮ হাজার ২০৭ জন। সবমিলিয়ে গতকাল বুধবার পর্যন্ত নগরীতে ১ লাখ ১২ হাজার ১০৮ জন এবং উপজেলায় ১ লাখ ১৫ হাজার ১৬২ জনসহ মোট ২ লাখ ২৭ হাজার ২৭০ জন টিকা নিয়েছেন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৩ লাখ ৫৭ হাজার ১১৪ জন। এর মধ্যে নগরীতে ১ লাখ ৯৩ হাজার ৬২৫ এবং উপজেলায় ১ লাখ ৬৩ হাজার ৪৮৯ জন।
চসিক স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে গতকাল বুধবার নগরের ১০টি টিকাদান কেন্দ্রের টিকা নেওয়া ৭ হাজার ৪৪৮ জনের মধ্যে চমেক হাসপাতাল কেন্দ্রে ১ হাজার ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ হাজার ৭১ জন, চসিক জেনারেল হাসপাতালে ১ হাজার ৭৪৯ জন, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ৮০০ জন, চসিক বন্দরটিলা হাসপাতালে ৮৯৬ জন, ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতালে ৬২০ জন, বিমান বাহিনী হাসপাতালে ১৫০ জন, নৌ-বাহিনী হাসপাতালে ৩৩০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৬৭ জন, এবং চট্টগ্রামে পুলিশ হাসপাতালে ৪৪০ জন করোনা টিকা গ্রহণ করেন। তবে এ দিন বাংলাদেশ মিলিটারি একাডেমি হাসপাতাল টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলার ৮ হাজার ২০৭ জনের মধ্যে লোহাগাড়ায় ২৪০ জন, রাঙ্গুনিয়ায় ৬৮০, ফটিকছড়িতে ২৬০, বাঁশখালীতে ৪৫০, আনোয়ারায় ৫০৮, সীতাকু-ে ১ হাজার ১৭৯, সাতকানিয়ায় ৫৬০, রাউজানে ৭২৫, মিরসরাইয়ে ৬৮৪, চন্দনাইশে ৩৬৭, বোয়ালখালীতে ৫৪৮, হাটহাজারীতে ১ হাজার, সন্দ্বীপে ১৩৬ এবং পটিয়ায় ৮৭০ জন টিকা গ্রহণ করেন।